বাতায়ন/শারদ/কবিতা/১ম
বর্ষ/২২তম সংখ্যা/১৯শে আশ্বিন, ১৪৩০
শারদ | কবিতা
মহুয়া গাঙ্গুলী
ধরেছি যে পথ
পথগুলো আঁকাবাঁকা এমনই ধারগুলো
ধরা খুব মুশকিল।
হয়তো গাছ মাটি আকাশ
আলো সবটাই পথের সাথে জুড়ে তবু আমি যেন কংক্রিটে মুড়ে।
পদ্ম প্রদীপ ঢাক ঘন্টা
কাঁসি সবই-তো উপাচারে,
বাজনার আওয়াজে চোখ বুজে হাতড়াই শুধু সোচ্চারে।
গল্পগুলো কখন যেন
গঙ্গাজলে জেগে
মিলিয়ে যায় যথারীতি জীবনের হরফে।
পথগুলো আঁকাবাঁকা এমনই
ধারগুলো ধরা খুবই মুশকিল।
বাজনার আওয়াজে চোখ বুজে হাতড়াই শুধু সোচ্চারে।
মিলিয়ে যায় যথারীতি জীবনের হরফে।
খুব সুন্দর লাগলো। শুভেচ্ছা জানাই 💐
ReplyDeleteকবিতার ধার নেই। যেন কথা বলে যাচ্ছেন কবি তাও সীমিত নয়।
ReplyDelete