রবীন্দ্রনাথকে মৃণালিনী
শুনেছি বিলেত যাওয়ার আগে তুমি
নলিনীর প্রেমে পড়েছিলে তাকে নিয়ে লিখেছিলে "ভগ্নহৃদয়" আর
"কবিকাহিনি"। বিদেশে তোমার বান্ধবীর অভাব ঘটেনি। তুমি কথায় কথায় বার
বার প্রমাণ করেছ আমি গ্রামের মেয়ে, তেমন শিক্ষিত নই তোমার মনের কথা আমি বুঝব না,
ঠিকই তো অনেক কবিতার মানে আমি বুঝি না, চিঠি গুছিয়ে লিখতেও পারি না। এই যে লিখেই
চলেছি আবোলতাবোল।
আমার বিয়ের আট বছর কেটেছে এই আট
বছরে ইন্দিরা তোমার ভাইঝি সে তোমার কাছে পেয়েছে দুশো বাহান্নটা চিঠি আর আমি
পেয়েছি পনেরোটা চিঠি আর পাঁচটি সন্তান। ইন্দিরা তোমার সব কথাই বুঝত আর আমি বুঝতাম
না আর বোঝাতেও চাওনি। আমার নাম তো ভবতারিণী বিয়ের পর তোমার বাড়িতে এসে হয়তো
তোমার প্রেমিকার নাম নলিনী অনুকরণে আমার নাম হয় মৃণালিনী।
ভেবে নিও না এই চিঠি শুধু অভিযোগের!
তোমার ব্যথা আমি একটু হলেও বুঝেছি। তোমার কাছে তোমার বিয়েটা সাধারণ, কারণ একটা
অজপাড়াগাঁয়ের মেয়ের সাথে নিতান্ত নিয়মরক্ষা বা পিতৃ আদেশ! আমার কাছে বিয়েটা
অনেকখানি দামি আমার বিয়ে স্বয়ং রবীন্দ্রনাথের সাথে সে কী কম কথা। কাদম্বরীর
মৃত্যুর অনেক বছর পরেও সে তোমার পাশে পাশে থাকতে পেরেছে, "প্রকৃতির
প্রতিশোধ" বইটা উৎসর্গ করে লিখলে, "তোমাকে দিলাম"। আবার "শৈশব
সঙ্গীত" উৎসর্গ কলমে লিখলে, "তোমাকেই দিলাম" এই "তুমি"
যে কে? তা বোঝার মতো বুদ্ধি আমার ছিল। এরপর আরও মানসী, ভানুসিংহের পদাবলী, সবই তো
সেই তাকে উৎসর্গ করলে। কাদম্বরী মরে গিয়েও বেঁচেই রইল আর আমি...
জানো রবি আমি লজ্জার মাথা খেয়ে
হয়তো ভালবেসে ফেলেছিলাম বলেন্দ্রনাথ, তোমাদের বলুকে। আমায় কাকিমা বলে ডাকত সেই
ডাকে কী যে মাধুর্য ছিল আমি ঠিক জানি না। ওর মা মারা গেলো আর ছেলেটা রুগ্ন,
সাহায্য ছাড়া হাঁটতে পারে না তাই অনেক মায়া হয়েছিল আমার। বয়সে বলু আমার থেকে
চার বছরের বড় ওর কাছেই আমি সংস্কৃত পড়া শিখেছি। তার মতো ভাল আমায় আর কেউ বাসেনি
ওই বাড়িতে। সামাজিক সম্পর্ক নিতান্তই মনগড়া বলু বলত আমাদের সম্পর্ক - আমি নারী
আর সে পুরুষ এই আমাদের আদিম সম্পর্ক সমাজের পুতুল তো আমরা কেউ নই।
তুমি ওকে সহ্য করতে পারতে না, ছেলেটা
অকালেই চলে গেলো আমাদের ছেড়ে।
জানো রবি তুমি এত কঠিন হতে
চেয়েছিলে, কোনো মায়ায় জড়াওনি কারণ তোমায় অনেক পথ পাড়ি দিতে হবে সে পথ তোমার
একার তার কোনো শেষ নেই। তুমি রবীন্দ্রনাথ হয়ে ওঠার যে স্কুল সেই স্কুল থেকে তুমি
এক দিনও ছুটি নাওনি।
জানি এ চিঠি কোনোদিনও পৌঁছবে না
তোমার কাছে, শুধু মনে রেখো আমারও কষ্ট ছিল, দুঃখ ছিল, আমারও ভাল লাগা ছিল। হয়তো
ইতিহাস আমায় মনে রাখবে রবীন্দ্রনাথের স্ত্রী হিসেবে তুমি অন্তত মনে রেখো তোমার
সেই প্রিয় নামে, "ছুটকি বা ছুটি" হিসেবেই।
ইতি—
মৃণালিনী…
Bhalo laglo... Mousumi
ReplyDeleteThank you
Delete