বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/৬ষ্ঠ/যশোধরা রায়চৌধুরী সংখ্যা/২১শে আষাঢ়, ১৪৩১
যশোধরা রায়চৌধুরী সংখ্যা | কবিতা
তন্ময় কবিরাজ
আমি কবি হলে
আমি কবি হলে কবিতা লজ্জা পেত
আমি কবি হলে ছন্দ ভেঙে গল্প লিখতাম
দু চার কথায় বুঝিয়ে দিতাম,
কবিতা আজ শুধু অলসতার উদ্যাপন!
আমি কবি হলে উপমা দেখে বিচার করতাম না
আমার শব্দে চোখের জল
আমার বাক্যে সদ্য বেকারের আর্তনাদ
আমার কবিতা ঠান্ডা ঘরে ঘুমিয়ে যাবে না
আমার কবিতা বুঝতে হলে চার ক্লাসই যথেষ্ট
আমার কবিতা মানুষের হাসি
আমার কবিতা তোমার অহংকারে আঘাত
তোমার কবিতার বইমেলার এলিট চেয়ারে
আমার কবিতা অনাহারে ডাস্টবিনে
পুঁথি পড়েছো, কবিতা লিখেছো
আমি দেখছি শত সভ্যতার ঘাম
ঝরা ফুলেতে তুমি রং করেছো
আমি দিয়েছি বিধবা মেয়ের সম্মান
আমার কবিতা আমার মতো
অক্ষরে তাই অশিক্ষা
আমার কবিতা বুদ্ধিজীবী নয়
আমার কবিতায় মানুষ কথা বলে
মানুষ ঘুমোলে মানুষ এসে ডাকে
"উঠে দাঁড়াও বন্ধু।"
আমি কবি হলে ছন্দ ভেঙে গল্প লিখতাম
দু চার কথায় বুঝিয়ে দিতাম,
কবিতা আজ শুধু অলসতার উদ্যাপন!
আমার শব্দে চোখের জল
আমার বাক্যে সদ্য বেকারের আর্তনাদ
আমার কবিতা ঠান্ডা ঘরে ঘুমিয়ে যাবে না
আমার কবিতা বুঝতে হলে চার ক্লাসই যথেষ্ট
আমার কবিতা তোমার অহংকারে আঘাত
তোমার কবিতার বইমেলার এলিট চেয়ারে
আমার কবিতা অনাহারে ডাস্টবিনে
আমি দেখছি শত সভ্যতার ঘাম
ঝরা ফুলেতে তুমি রং করেছো
আমি দিয়েছি বিধবা মেয়ের সম্মান
অক্ষরে তাই অশিক্ষা
আমার কবিতা বুদ্ধিজীবী নয়
আমার কবিতায় মানুষ কথা বলে
মানুষ ঘুমোলে মানুষ এসে ডাকে
"উঠে দাঁড়াও বন্ধু।"
আপনি যেমন লিখছেন তেমনই লিখুন, তাতেই আপনার সিদ্ধি আসুক।
ReplyDelete