প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব


বাতায়ন/ডিভোর্স/সম্পাদকীয়/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | সম্পাদকীয়

"কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অতৃপ্ত জীবন। অতীতে প্রতিবন্ধকতা ছিল অনেক— মেয়েদের অর্থনৈতিক পরনির্ভরশীলতা, লোকলজ্জার ভয়, কূপমন্ডূকতা। একান্নবর্তী পরিবার বা ছোট পরিবারের ভূমিকা এখানে গৌণ।"



স্বপ্ন ও বাস্তব
 

আবাল্যের বুনে তোলা স্বপ্ন জীবনের পথে পদে পদে ধাক্কা খায়, এটাই স্বাভাবিক। সেই স্বপ্নে নির্মিত ধারণা যে কোন রকম হতে পারে— বাহ্যিক রূপ বা সৌন্দর্য, সামাজিক অবস্থান, দৈহিক চাহিদা, মনের মিলন ইত্যাদি। কিন্তু বাস্তবে চলার পথে এই ধারণার প্রায় কোনটাই মেলে না।

 
মানিয়ে নেওয়া বা কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অতৃপ্ত জীবন। অতীতে প্রতিবন্ধকতা ছিল অনেক— মেয়েদের অর্থনৈতিক পরনির্ভরশীলতা, লোকলজ্জার ভয়, কূপমন্ডূকতা। একান্নবর্তী পরিবার বা ছোট পরিবারের ভূমিকা এখানে গৌণ।
 
যুগ বদলেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে সমাজ। বর্তমান সমাজে মেয়েরা অনেক বেশি সংখ্যায় স্বনির্ভর, তাঁরা মানসিকভাবে অন্য কারোর ওপরেই নির্ভর করতে রাজি নন। বর্তমানে পুরুষ এবং নারী উভয়েই অ্যাডজাস্ট করতে পারেন কম্প্রোমাইজ নয়। দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারেন, দুজনে দুজনের কাজের প্রতি শ্রদ্ধাশীল থেকে। প্রত্যেকে প্রত্যেককে প্রয়োজনীয় স্পেস দিতে পারেন। যেখানেই সুর কেটে যায় সেখানেই তাঁরা ভিন্ন রাস্তা বেছে নিতে দ্বিধা করেন না।
 
সন্তানের ভবিষ্যৎ-চিন্তা বিবেচনা করা নিশ্চয়ই উচিৎ তবে নিজেদের অবহেলা করে নয়, সন্তানও যুগের সঙ্গে সঙ্গে এখন বুঝতে শিখেছে যার জীবনের মূল্য তার কাছে কতটা দামী।
 
 
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)