প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

শেষ খেলা | বর্ণালী দে

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
বর্ণালী দে
 
শেষ খেলা
 

অন্ধকারের তালাটি খুলতে
অনেক সময় লেগে গেল।
জ্যোৎস্নায় ভিজে থাকা চাবিটিতে
মরচে পড়েছে বহুকাল আগেই।

 
তিল তিল করে সূর্যের রক্তিম আভা
আগুনে পুড়ে যেই না ডুব দিল শিশিরের জলে
ঠিক তখনি যেন
শ্বাসরুদ্ধ হয়ে মৃত আশারা
হঠাৎ যেন প্রাণ ফিরে পেল।
 
আজ তালাটি খোলা হবে,
অন্ধকারের দাসত্বের গলি দিয়ে
উঁকি দেবে নয়া এক সূর্য।
 
অবিচারের হাত ধরে যারা
অন্যায়কে বসিয়েছিল ওই একচিলতে রাজার আসনে,
আজ তারাও উদভ্রান্ত হয়ে
দ্বারে দ্বারে ফিরছে একরত্তি ন্যায়-এর আশায়।
 
তবে আজ আর কোন রেহাই নেই,
নেই কোন পিছুটান।
ধবধবে সাদা পোশাকে নেই
কোন রক্তের দাগ।
 
আজ আছে শুধু
তালা চাবির শেষ খেলা,
যা ধুলোয় উড়িয়ে দেবে
আলো আঁধারের গল্পে মজে থাকা সব সম্পর্ক।
 

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)