বাতায়ন/ডিভোর্স/গল্পাণু/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স
| গল্পাণু
কেয়া নন্দী
সুখের
একাকিত্ব
"আর বরাবরই কেতকী খোঁজে অনুরাগের শিসধ্বনি। তাই নিঃসাড়ে কেতকী কবে যেন সংসারের মধ্যে থেকেও হয়ে গেছে এক একক মানবী— যে নিজের সঙ্গে মনের কথা কয়, নিজেকে ভালবেসে একলা ঘরে সুখে দিনযাপন করে।"
কেতকীর কণ্ঠে হীরকদ্যুতি ছড়িয়ে ধুমধাম করে অর্জুন 'রজতজয়ন্তী' পালন করলেও অন্তরে কেতকী বহুদিন 'একা'। অলিখিত এই বিচ্ছেদের কথা টেরও পায় না অর্জুন। কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয়, সূক্ষ্ম অনুভূতির অভাবে সম্পর্কটা একদিন নিষ্প্রাণ ঠেকে কেতকীর।
সাংসারিক কর্মে
ত্রুটিবিচ্যুতি নেই কেতকীর তাই অর্জুনের এই বিচ্ছেদের খবর অজানা। স্ত্রীর মন পড়তে
অপারগ— সে শুধু বোঝে পার্থিব বস্তুর আড়ম্বরে মুড়ে রাখাটাই
বৈবাহিক সম্পর্কের মূল কথা। আর বরাবরই কেতকী খোঁজে অনুরাগের শিসধ্বনি। তাই
নিঃসাড়ে কেতকী কবে যেন সংসারের মধ্যে থেকেও হয়ে গেছে এক একক মানবী— যে নিজের সঙ্গে মনের কথা কয়, নিজেকে ভালবেসে একলা ঘরে সুখে দিনযাপন করে।
সমাপ্ত
No comments:
Post a Comment