বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
রোমহর্ষক, বিশল্যকরণী...
কেন আসো... কেন আসো... কেন আসো... ঝঞ্ঝামেঘ
অকাল শ্রাবণ...
একটি শোকের কথা বড়জোর একটি
বছর তারপর ফের, ফের সেই
অকাল শ্রাবণ...
একটি শোকের কথা বড়জোর একটি
বছর তারপর ফের, ফের সেই
এক দো তিন... বাচকে রানা রে বাবা... ফের সেই
ঘুম থেকে ওঠা, দাঁত মাজা
লজ্জা ঘৃণা ভয়, ইধার কা মাল উধার অবৈধ সঙ্গম...
লেজ নাড়ে কুকুরের মতো, তবু তুমি কেন, কেন আসো
পরিচিত গন্ধ নিয়ে, পুরোনো ঘড়ির কাঁটা পায়ের চটি
দাঁত ভাঙা চিরুনি শৃঙ্গারের কথারূপ নকশিকাঁথার ওম, কথোপকথনের মতো ফুটে ওঠে
শনশন নদীর মতো বুড়ো মফস্সল...
পিশাচ শরীর শুধু অশৌচ সাক্ষর বয়ে চলে
তবু কেন আসো কেন আসো কেন আসো বারবার
অতৃপ্ত ঘুমে জাগরণে স্বপ্নে বিশল্যকরণী হয়ে...
ঘুম থেকে ওঠা, দাঁত মাজা
লজ্জা ঘৃণা ভয়, ইধার কা মাল উধার অবৈধ সঙ্গম...
লেজ নাড়ে কুকুরের মতো, তবু তুমি কেন, কেন আসো
পরিচিত গন্ধ নিয়ে, পুরোনো ঘড়ির কাঁটা পায়ের চটি
দাঁত ভাঙা চিরুনি শৃঙ্গারের কথারূপ নকশিকাঁথার ওম, কথোপকথনের মতো ফুটে ওঠে
শনশন নদীর মতো বুড়ো মফস্সল...
পিশাচ শরীর শুধু অশৌচ সাক্ষর বয়ে চলে
তবু কেন আসো কেন আসো কেন আসো বারবার
অতৃপ্ত ঘুমে জাগরণে স্বপ্নে বিশল্যকরণী হয়ে...
No comments:
Post a Comment