প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

শেষ থেকে শুরু [৫ম পর্ব] | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/সাপ্তাহিক/ধারাবাহিক/২য় বর্ষ/১ ৯ তম সংখ্যা/ ৩০শে কার্ত্তিক , ১৪৩১ ধারাবাহিক উপন্যাস পারমিতা চ্যাটার্জি শেষ থেকে শুরু [৫ম পর্ব...

Friday, November 8, 2024

ভ্রষ্ট সম্পদ | সুতপা ব‍্যানার্জী(রায়)

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১

চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা

সুতপা ব‍্যানার্জী(রায়)

ভ্রষ্ট সম্পদ


আলস‍্য সন্ধ্যায় কর্মজীবনের একখণ্ড বিরতি,
ঐ লেপটে থাকা প্রাসঙ্গিক প্রয়োজনের বাঁচা,
সিঁড়ি ভাঙতে ভাঙতে কোটির গতবাঁধা ভিড়,
ছিটকে যাওয়া ইলেকট্রন বিচ‍্যুতির ধকল,
ছুটে চলা কণারা নিতে চায় না, তাই এগোয়
সময় সময়ের মতো অগভীর শীতলতায়,
জীবন উষ্ণতা ছড়ায় অন‍্যের উষ্ণীষে,
রাগ দুঃখ দৈন‍্যের যোগফলের খর্বতায়,
তবুও এক-একটা দিন মেদহীন নড়াচড়া,
হামবড়া আমিত্বের বেড়াজালের বোলচাল,
মেপে নিতে চায় আবশ্যিক সুচিন্তিত ভবিষ্যৎ,
গুছিয়ে রাখা কৌশলের উত্তরাধিকার,
নিটোল বিভ্রমে ভ্রষ্ট অকারণ সংগ্রহের সম্পদ

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)