বাতায়ন/মাসিক/কবিতা/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | কবিতা
নবী হোসেন
নবীন
প্রতিশোধ
পচা ডিম্বখোসা তার আপনার বুকে
দুর্গন্ধ লুকিয়ে রাখে নিদারুণ শোকে।
নর তারে ছোঁড়ে ফেলে পথের উপর
ডিম ভেঙে গন্ধ ঢোকে নাকের ভেতর।
দুর্গন্ধ লুকিয়ে রাখে নিদারুণ শোকে।
নর তারে ছোঁড়ে ফেলে পথের উপর
ডিম ভেঙে গন্ধ ঢোকে নাকের ভেতর।
ডিম বলে নর
তুমি অতিশয় বোকা
অকারণে ভেঙে মোরে খেলে বড় ধোঁকা।
যে দুর্গন্ধ লুপ্ত ছিল অন্তরে আমার
ভেঙে মোরে নিলে তারে উদরে তোমার।
এমনি করে প্রকৃতি নেয় প্রতিশোধ
বোঝে না সে নর কভু যার নেই বোধ।
প্রকৃতির প্রতিশোধ অতীব কঠিন
ছাড় কাউকে দেয় না সে নবীন প্রবীন।
কারো প্রতি করো না গো কোনো অবিচার
প্রকৃতির আদালতে পাবে নাকো ছাড়।
অকারণে ভেঙে মোরে খেলে বড় ধোঁকা।
যে দুর্গন্ধ লুপ্ত ছিল অন্তরে আমার
ভেঙে মোরে নিলে তারে উদরে তোমার।
এমনি করে প্রকৃতি নেয় প্রতিশোধ
বোঝে না সে নর কভু যার নেই বোধ।
প্রকৃতির প্রতিশোধ অতীব কঠিন
ছাড় কাউকে দেয় না সে নবীন প্রবীন।
কারো প্রতি করো না গো কোনো অবিচার
প্রকৃতির আদালতে পাবে নাকো ছাড়।
No comments:
Post a Comment