বাতায়ন/মাসিক/গল্পাণু/২য়
বর্ষ/১৮তম সংখ্যা/২৩শে কার্ত্তিক, ১৪৩১
চৈতালী চট্টোপাধ্যায় সংখ্যা | গল্পাণু
মাখনলাল
প্রধান
সাফল্য
"বাঁশ নয় ঘাস, সে আবার মানুষের উপর চ্যালেঞ্জ জানায়। থাম, মানুষকে চিনিস না। দেখ, বলেই সে একটা কাতান এনে সপাটে এককোপ বসিয়ে দিল গর্দানে।"
জনতিনেক
বহুক্ষণ চেষ্টা করল। ধরে টানাটানি করল, মোচড়ানোর চেষ্টা করল। কিছুতেই
বাঁশটাকে শোয়াতে পারছে না। অন্তত বেঁকে গেলে বাঁশেরই লাভ হত বেশি, বলল একজন।
একজন বলল -
বাঁশ নয় ঘাস, সে
আবার মানুষের উপর
চ্যালেঞ্জ
জানায়। থাম, মানুষকে
চিনিস না। দেখ, বলেই
সে একটা কাতান
এনে সপাটে এককোপ বসিয়ে দিল গর্দানে।
বাঁশটা সটান মাটির উপর লম্বা হয়ে পড়ে গেল।
তিনজন খুশি মনে ঘাম মুছে হাঁটতে শুরু করল।
বাঁশটা সটান মাটির উপর লম্বা হয়ে পড়ে গেল।
তিনজন খুশি মনে ঘাম মুছে হাঁটতে শুরু করল।
সমাপ্ত
No comments:
Post a Comment