বাতায়ন/প্রেমের
Rush-লীলা/গল্পাণু/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের Rush-লীলা | গল্পাণু
সমাদৃত দাস
নতুন ছন্দে
"সেদিন কোর্টে দুপক্ষই এসে হাজির। মিউচুয়াল ডির্ভোস। আচমকা কে যেন বলে উঠল, মা, বাবাকে ছেড়ে কোথাও যেও না।"
আচ্ছা প্রেম, বিরহ, ডিভোর্স, মান অভিমান কী সবটাই এক অঙ্কের সূত্র? নাকি প্রেম মানেই টাকার বিনিময়? আচ্ছা কে
যেন বলেছিলেন না, এ পৃথিবীতে
নাকি প্রেমই হলো সবচেয়ে বড় ঈশ্বর! এ ঈশ্বরকে কাছে পেতে হলে নাকি এক স্নিগ্ধ
মনন
প্রয়োজন? ভালবাসা
মানেই কী শুধু দৈহিক আকাঙ্ক্ষা? হরিৎ-এর নববিবাহিত
প্রেমিকার সঙ্গে এবার ডিভোর্সের পালা। প্রায় ছয় বছর একটানা প্রেম, এবং খরচ করে
বিয়ে কী সবটাই জলে গেল? কী জানি বাবা বোঝাও বড় দায়! হরিৎ-এর মাথায় এখন একরাশ প্রশ্ন কুণ্ডলী পাকিয়ে ঘুরছে। এই ডিভোর্স মানে হলো
লোকচক্ষুর আড়ালে অন্তরালে ব্যঙ্গবিদ্রুপ! হায় রে পোড়া কপাল! এও কী ছিল ললাটের লিখন? কী দরকার ছিল এই বিয়ের?
সেদিন কোর্টে দুপক্ষই এসে হাজির। মিউচুয়াল ডির্ভোস। আচমকা কে যেন বলে উঠল, "মা, বাবাকে
ছেড়ে কোথাও যেও না।"
আচমকাই চোখের কোণ ভিজে উঠল টুনির।
আচমকাই চোখের কোণ ভিজে উঠল টুনির।
সমাপ্ত
No comments:
Post a Comment