বাতায়ন/প্রেমের
Rush-লীলা/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/২৫তম সংখ্যা/০৬ই মাঘ, ১৪৩১
প্রেমের
Rush-লীলা | কবিতাগুচ্ছ
কবিতাগুচ্ছ | কবি রত্নেশ্বর হাজরা | এসেছে যখন
কবি
রত্নেশ্বর হাজরা
এসেছে যখন
ডাকো
অন্তত একবার তাকে ডাকো—
সে তো অনেকক্ষণ এসে গেছে
নিজের বানানো সাঁকো পার হয়ে আগে
যেরকম একা আসত—তেমনি এসেছে—
বারান্দায়
বসে আছে আলস্যের মতো টুকরো একা
কখনো নির্লিপ্ত দেখছে পরিপাটি আসক্ত সংসার
কখনো দেখছে দূরে সাঁকো।
সাঁকো ছিল সন্ধিপত্র – যাকে
হঠাৎ বৃষ্টির পর মনে হতো দুপার মেলানো রামধনু।
তার নীচে জল—
কিন্তু আজ পরিচ্ছন্ন নয়—তার
বহুদিন স্নান নেই খাওয়া নেই—রোগা হ্যাংলা দেহ
তবু জল—জল তো বটেই— আদি রহস্যময়তা
যাকে চোখে রেখে দিলে চোখের আকৃতি পায়
মেঘে রাখলে মেঘ।
একটু ডাকো
টুকরো মেঘের মতো বারান্দার ছায়া জুড়ে একা
বসে আছে
বন্ধুর মতন বসে আছে
প্রতিশোধ নিতে বসে আছে।
সন্ধিপত্র ছিঁড়ে ফেলে উড়িয়ে দেবার ঠিক আগে
আরেকবার কাছে
এসেছে যখন – তাকে ডাকো।
নিজের বানানো সাঁকো ভেঙে দিয়ে যাবে বলে—আসা
আর কোনোদিন ফিরে আসবে না বলেই তার আসা—।
'যাও' তো বলবেই—তবে
যাও বলবার আগে অন্তত একবার একটু ডেকে
না হয় বললেই মিথ্যা— এসো—
অন্তত একবার তাকে ডাকো—
সে তো অনেকক্ষণ এসে গেছে
নিজের বানানো সাঁকো পার হয়ে আগে
যেরকম একা আসত—তেমনি এসেছে—
কখনো নির্লিপ্ত দেখছে পরিপাটি আসক্ত সংসার
কখনো দেখছে দূরে সাঁকো।
সাঁকো ছিল সন্ধিপত্র – যাকে
হঠাৎ বৃষ্টির পর মনে হতো দুপার মেলানো রামধনু।
তার নীচে জল—
কিন্তু আজ পরিচ্ছন্ন নয়—তার
বহুদিন স্নান নেই খাওয়া নেই—রোগা হ্যাংলা দেহ
তবু জল—জল তো বটেই— আদি রহস্যময়তা
যাকে চোখে রেখে দিলে চোখের আকৃতি পায়
মেঘে রাখলে মেঘ।
টুকরো মেঘের মতো বারান্দার ছায়া জুড়ে একা
বসে আছে
বন্ধুর মতন বসে আছে
প্রতিশোধ নিতে বসে আছে।
সন্ধিপত্র ছিঁড়ে ফেলে উড়িয়ে দেবার ঠিক আগে
আরেকবার কাছে
এসেছে যখন – তাকে ডাকো।
নিজের বানানো সাঁকো ভেঙে দিয়ে যাবে বলে—আসা
আর কোনোদিন ফিরে আসবে না বলেই তার আসা—।
'যাও' তো বলবেই—তবে
যাও বলবার আগে অন্তত একবার একটু ডেকে
না হয় বললেই মিথ্যা— এসো—
No comments:
Post a Comment