প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

রং | প্রতিজ্ঞা

  বাতায়ন/ রং /সম্পাদকীয়/২য় বর্ষ/ ৩ ২তম সংখ্যা/ ২৯শে ফাল্গুন ,   ১৪৩১ রং | সম্পাদকীয়   প্রতিজ্ঞা "নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লাল...

Thursday, February 13, 2025

দেরি হয়ে গেছে | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২তম সংখ্যা/২রা ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
দেরি হয়ে গেছে

দেরি হয়ে গেছে বলে কি তুমি আমায় ক্ষমা করবে
গভীর জঙ্গলের থেকে শব্দ অক্ষরগুলো প্রতিধ্বনি করতে করতে ফিরে আসছে, আজ লাল ধুলোবালির
পথ ধরে সে হাঁটছে জঙ্গলের দাবানলের দিকে
শুধু ভালবাসার টানে যেমন গোপন মানুষ হাঁটে
রোদ জল উপেক্ষা করে আর মধ্যরাতের কালপুরুষকে বলে, হায় এতদিন কেন বুঝতে পারিনি
কেন পারিনি?



সুরটা বাজছে একলা যেন লাল সবুজ স্বপ্নের মায়াবী আলোর মতো স্মৃতি কল্পনার আবেগে পাতাঝরা গান যা অপ্রাকৃত প্রেম ভালবাসা চাপে অজস্র ঘড়ির কাঁটায় কাঁটায় টুং টাং শব্দ করে বেজে চলেছে
অনর্গল, বেশি নয় দু-এক শতাব্দী কাল
যেন ভুলে না যাই পাপ পুণ্য সুখ দুঃখ অচঞ্চল স্থির শান্ত সরোবর...


দৃষ্টিতে ভ্রূকুটি মিশিয়ে ঈশ্বর ঈশ্বরী মিলে দেখেন এইসব
আর কী আশ্চর্য দুটি দেহ জুড়ে যায় বেলা অবেলা
কালবেলায়
পড়ে থাকে ছায়া আর বর্ষার মেঘমালা
আরাধনাশীল উত্থানপতন...
 

No comments:

Post a Comment

মোহিনীমায়া


Popular Top 10 (Last 7 days)