বাতায়ন/মাসিক/কবিতা/২য় বর্ষ/২৮তম সংখ্যা/২রা
ফাল্গুন, ১৪৩১
অমরেন্দ্র চক্রবর্তী সংখ্যা | কবিতা
নজর উল
ইসলাম
অবাধ্য
প্রস্তাব
কুয়াশা ভেদ
করে ঠেলে ওঠে সত্য শিকড়ে
সূর্যের দামামা কিন্তু আগাছায় রাতটহলে
দিনটহলে বাঁশি বেজে দাঁড়িয়ে পড়ি
ভাগ্যের একশো এক নতুন নতুন
ভ্রাম্যমাণ স্নেহবর্ষণ আমি ও আমরা
সামান্য ফসলের আশায় মুখ ঘুরিয়ে যাই
পাশাপাশি ভাইবোন...
চাঁদ ধুয়ে
বেরিয়ে যাচ্ছে সূর্য ধুয়ে অক্ষরের
জল জোছনায়
মজে আবারও নদী ভরে ওঠে
আমরা হিন্দু
না মুসলিম মানুষ না মানবতা
পাখির ডানায়
বসিয়ে ঘুম পাড়াতে
থাকি জানলা
দরজা খুলে এই আমুদে সন্ন্যাস
ভূগোল উপড়ে
যখন সে দশাই ফুটে ওঠে পণ্য দুনিয়ার
ঝুড়িতে
চাপিয়ে অনুসরণ করি
সূর্যের দামামা কিন্তু আগাছায় রাতটহলে
দিনটহলে বাঁশি বেজে দাঁড়িয়ে পড়ি
ভাগ্যের একশো এক নতুন নতুন
ভ্রাম্যমাণ স্নেহবর্ষণ আমি ও আমরা
সামান্য ফসলের আশায় মুখ ঘুরিয়ে যাই
পাশাপাশি ভাইবোন...
No comments:
Post a Comment