প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Monday, May 19, 2025

বেসরকারি শিক্ষা – মুড়িমিছরির এক দর – এবং— | ডঃ বিশ্বজিৎ মজুমদার

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
ডঃ বিশ্বজিৎ মজুমদার
 
বেসরকারি শিক্ষা – মুড়িমিছরির এক দর – এবং—


ACCOUNTS DEPARTMENT-এর সামনে হাতজোড় করে যেসব ছায়ামূর্তিরা দাঁড়িয়ে আছে – তারা প্রণম্য অধ্যাপকবৃন্দ—
বেসরকারি NO RULES—ENDORSEMENT পেয়ে – মাফিয়া চেহারার যেসব অর্ধশিক্ষিত লোকেরা বসে আছে ACCOUNTS DEPARTMENT-এ আর মশামাছি তাড়ানোর মতো– তাড়িয়ে বেড়াচ্ছে বিদগ্ধ জ্ঞানী মানুষদের
মাফিয়া, CORPORATE ডাকাতরা– তাদের মাসে মাসে কোটি টাকা দিয়ে পুষেছে—

এখানে দেবতাদের কিছু করার নেই—
একমাত্র যে শক্তি নির্ভর– হাতিয়ার নির্ভর– MILITANCY— তা আজ নেই
আর ডাকাত বাছতে গেলে– কাউকে খুঁজে পাওয়া যাবে না
সবাই-ই ডাকাত
এইসব ডাকাতদের ছেলেমেয়েরাও ডাকাত হচ্ছে
খেলা জমে গ্যাছে—
বেশি পয়সা চাওয়া প্রফেসরকে সরিয়ে সস্তা, জালি প্রফেসরকে নেওয়া হচ্ছে
কারণ আমাদের এখন EDUCATION QUALITY নয়
EDUCATION QUANTITY
EDUCATION QUANTITY দরকার
যে দেশে ফেরেববাজ-বাটপাররা কলার তুলে ঘোরে
দেবতারা ফুটপাতে ভিখিরির মতো পড়ে থাকে
সেই দেশের উন্নতি হচ্ছে STATISTICAL MANIPULATION করে!
 

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)