বাতায়ন/দহন/কবিতা/৩য়
বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
উৎপলেন্দু পাল
স্লেটের
বুকে নখের আঁচড়
অনেক কূটনীতি হলো গভীরতর
ওপরে ওপরে চললো কত না ইরেজার
নখের আঁচড়ে ছিঁড়ে যাওয়া বুকে
আবার কি আঁকা যাবে সাদা চকখড়ির দাগ?
দহন | কবিতা
উৎপলেন্দু পাল
স্লেটটা কেউ সাফ করতে পারছে না
চকখড়ির আঁচড় তো মুছে ফেলা
যায়
কিন্ত তোমাদের তীক্ষ্ণ নখের
আঁচড়!
স্লেট অসহ্য যন্ত্রণায়
জমিয়ে রাখে সে দাগ।
ওপরে ওপরে চললো কত না ইরেজার
নখের আঁচড়ে ছিঁড়ে যাওয়া বুকে
আবার কি আঁকা যাবে সাদা চকখড়ির দাগ?
No comments:
Post a Comment