বাতায়ন/দহন/কবিতাণু/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতাণু
অলক চক্রবর্তী
পুরানো
চিঠি ও অন্যান্য
পুরানো
চিঠি
অধরা
মাধুরী
তোমার ওষ্ঠ আমার ওষ্ঠ
আমাকে খোঁজে তোমাকে খোঁজে
চিতার লেলিহান কাষ্ঠ
প্রেমহীন এ ব্রজে।
মেধা
ঘরে কাঠ নেই শ্মশানে জাগে
পোড়ার জন্য চুল্লি মাগে
ভস্ম ওড়ায় গঙ্গাতীরে
সিলেবাস সব বন্ধ ঘরে।
রাজনীতি
পাঁচ বছর অন্তর সব পুড়িয়ে দাও
আবার নতুন করে গড়ো
উলুখাগড়া এবার জাগো
প্রাণ শক্ত করে ধরো।
দহন | কবিতাণু
অলক চক্রবর্তী
তুমি আমার চিঠিগুলো পুড়িয়ে
দিচ্ছ
গন্ধ পাচ্ছি
হৃৎপিণ্ড পোড়ার
গন্ধ পাচ্ছি।
আমাকে খোঁজে তোমাকে খোঁজে
চিতার লেলিহান কাষ্ঠ
প্রেমহীন এ ব্রজে।
মেধা
পোড়ার জন্য চুল্লি মাগে
ভস্ম ওড়ায় গঙ্গাতীরে
সিলেবাস সব বন্ধ ঘরে।
রাজনীতি
আবার নতুন করে গড়ো
উলুখাগড়া এবার জাগো
প্রাণ শক্ত করে ধরো।
No comments:
Post a Comment