প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Monday, May 19, 2025

লজ্জাবস্ত্র | বনশ্রী রায় দাস

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বনশ্রী রায় দাস
 
লজ্জাবস্ত্র
 

গুপ্তহত্যার জানালায় ঝড়ের পূর্বাভাস
নিজের পালকে ঠোঁট গুঁজে নেয় বুড়োশালিক
মনকেমন উসকে দেয় করবী ছায়া,
গুছিয়ে রাখতে গিয়ে অধিক অবিন্যস্ত পাণ্ডুলিপি

 
পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ছিঁড়ে যায় মেঘ
ঝরে পড়ে বর্ষার নাভিস্থল, অল্প সময়ে।
ছেঁড়া হৃদয় সেলাই করতে কত সময় লাগে
                                              হে মহাকাল?
আড়াই হাজার বছর আগে দণ্ডকারণ্যের মাটিতে
শান্তিবীজ ছড়িয়ে গেছেন মহাকাব্যের নায়িকা,
কোথায় সেই বহুবর্ষজীবী শান্তিবৃক্ষ?
আগাছায় ক্রমশ ঢেকে যাচ্ছে তথাগত আলো!
 
ঝড়ে উড়ে যাওয়া কিংবা আগুনে ঝলসানো
    লাঞ্ছিত তারা 
কুমিরের জলে পড়ে আছে, খুব অসহায়!
 
কে খণ্ডন করবে তৃতীয় পাণ্ডবের বিষাদযোগ?
গোপীজনের অসি, মসি লুকিয়ে রেখেছ কোন ডালে—
এ যুগের কৃষ্ণার লজ্জাবস্ত্র কে জোগাবে কৃষ্ণ!
 

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)