বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বিনয় দেবনাথ
নির্জনতা
রোজ প্রভাতে পৃথিবীতে দিগন্ত
জুড়ে সূর্য ওঠে
প্রতিদিন পাখির গুঞ্জনে ভোরের আলো ফোটে।
আমি আজ নিঃসঙ্গ নির্জন একা।
অন্ধকারের নকশিকাঁথা
গোধূলিতে ভেসে যায়
এ ক্লান্ত বিকেলে অন্ধকারের বাস্তবতায় আজ পৃথিবীও ক্রম ঘনীয়মান...
তাই- আমিও যেন নির্জন, নিস্তব্ধ।
আমি ঝরে যাবো
নির্জনতা আর নিস্তব্ধতার নির্মম আঘাতে
ঝরে যাবো শুকনো পাতার মতো পথের ধারে নিশ্চুপ হয়ে পড়ে রইবো।
বুকের মাঝে তুমি তখন
নির্জনতার চাপ নিয়ে নীরবে, নিভৃতে শুয়ে থেকো।
জীবন চলার পথে আসে নতুন
স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা-
আসে নতুন সময়,
দিন শেষে নতুন বারতা আসে বলে
তবুও নির্জন পথ চলি একা একা নিঃসঙ্গতায়।
ঝরে পড়ছে নক্ষত্রের মতো হৃদয় আমার
শিশিরের মতো শব্দ ঝরে আমায় ডেকে নিচ্ছে যেন ওদের কাছে এ ক্লান্ত নির্জনতা।
দহন | কবিতা
বিনয় দেবনাথ
ঘন হয়ে উঠছে ক্রমাগত
অন্ধকারাচ্ছন্ন আমার নির্জনতা
হারিয়ে গেছে রহস্যময়ী
স্নিগ্ধ আলো নির্জন নীরবতায় ঘেরা শুধু অন্ধকারে।
প্রতিদিন পাখির গুঞ্জনে ভোরের আলো ফোটে।
এ ক্লান্ত বিকেলে অন্ধকারের বাস্তবতায় আজ পৃথিবীও ক্রম ঘনীয়মান...
ঝরে যাবো শুকনো পাতার মতো পথের ধারে নিশ্চুপ হয়ে পড়ে রইবো।
স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা-
আসে নতুন সময়,
তবুও নির্জন পথ চলি একা একা নিঃসঙ্গতায়।
শিশিরের মতো শব্দ ঝরে আমায় ডেকে নিচ্ছে যেন ওদের কাছে এ ক্লান্ত নির্জনতা।
No comments:
Post a Comment