প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

দহন | মানুষকে মানুষের মূল্য দিন

বাতায়ন/দহন / কবিতা / ৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ ,   ১৪৩২ দহন   | সম্পাদকীয় "এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হ...

Monday, May 19, 2025

নির্জনতা | বিনয় দেবনাথ

বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | কবিতা
বিনয় দেবনাথ
 
নির্জনতা
 

ঘন হয়ে উঠছে ক্রমাগত অন্ধকারাচ্ছন্ন আমার নির্জনতা
হারিয়ে গেছে রহস্যময়ী স্নিগ্ধ আলো নির্জন নীরবতায় ঘেরা শুধু অন্ধকারে।

 
রোজ প্রভাতে পৃথিবীতে দিগন্ত জুড়ে সূর্য ওঠে
প্রতিদিন পাখির গুঞ্জনে ভোরের আলো ফোটে
 
আমি আজ নিঃসঙ্গ নির্জন একা।
 
অন্ধকারের নকশিকাঁথা গোধূলিতে ভেসে যায়
এ ক্লান্ত বিকেলে অন্ধকারের বাস্তবতায় আজ পৃথিবীও ক্রম ঘনীয়মান...
 
তাই- আমিও যেন নির্জন, নিস্তব্ধ।
 
আমি ঝরে যাবো নির্জনতা আর নিস্তব্ধতার নির্মম আঘাতে
ঝরে যাবো শুকনো পাতার মতো পথের ধারে নিশ্চুপ হয়ে পড়ে রইবো।
 
বুকের মাঝে তুমি তখন নির্জনতার চাপ নিয়ে নীরবে, নিভৃতে শুয়ে থেকো।
 
জীবন চলার পথে আসে নতুন
স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা-
আসে নতুন সময়,
দিন শেষে নতুন বারতা আসে বলে
তবুও নির্জন পথ চলি একা একা নিঃসঙ্গতায়।
 
ঝরে পড়ছে নক্ষত্রের মতো হৃদয় আমার
শিশিরে মতো শব্দ ঝরে আমায় ডেকে নিচ্ছে যেন ওদের কাছে এ ক্লান্ত নির্জনতা।
 

No comments:

Post a Comment

জাল— মাছ কাটতে না জানলেও কিছু মানুষ জানে


Popular Top 10 (Last 7 days)