বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
ভাঙন
জমতে থাকা ধুলো
কখন যে ঝড় হবে
কেউ জানে না হাওয়ার দাপট
ঘর ভেঙে দেয় কবে।
করত যে ঘর দিয়ে
ফাগুন আনাগোনা
আজকে শুধুই পাতা ঝরার
শব্দটা যায় শোনা।
হঠাৎ ভাঙা বাঁশি
বাজবে না আর সুরে
কাল ছিল যে বড়ই আপন
আজকে অনেক দূরে।
কাগজ-কলম সইয়ে
ভাঙা এবং গড়া,
সত্যি এত সহজ নাকি
মন আলাদা করা?
যাওয়া সহজ তবু
থাকা কঠিন আরও
একটু ভেবে তুমিও দেখো
থাকতে যদি পারো।
দুটো মানুষ হারে
জেদ শুধু যায় জিতে
কেবল পারে ভালবাসাই
জিতিয়ে তোমায় দিতে।
ডিভোর্স | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
আলগা হলে সুতো
বাঁধন খুলে আসে
হাসতে থাকা জীবনটা আজ
চোখের জলে ভাসে।
কখন যে ঝড় হবে
কেউ জানে না হাওয়ার দাপট
ঘর ভেঙে দেয় কবে।
ফাগুন আনাগোনা
আজকে শুধুই পাতা ঝরার
শব্দটা যায় শোনা।
বাজবে না আর সুরে
কাল ছিল যে বড়ই আপন
আজকে অনেক দূরে।
ভাঙা এবং গড়া,
মন আলাদা করা?
থাকা কঠিন আরও
একটু ভেবে তুমিও দেখো
থাকতে যদি পারো।
জেদ শুধু যায় জিতে
কেবল পারে ভালবাসাই
জিতিয়ে তোমায় দিতে।
No comments:
Post a Comment