প্রাপ্তমনস্কদের পত্রিকা

মননশীল কলমকে উৎসাহ দিতে... পড়ুন, পড়ান, আপনার মূল্যবান মতামত দিন।

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব

বাতায়ন/ডিভোর্স/ সম্পাদকীয় /৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ , ১৪৩২ ডিভোর্স | সম্পাদকীয় "কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অত...

Saturday, July 26, 2025

ভাঙন | সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী

বাতায়ন/ডিভোর্স/কবিতা/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
 
ভাঙন
 

আলগা হলে সুতো
বাঁধন খুলে আসে
হাসতে থাকা জীবনটা আজ
চোখের জলে ভাসে।

 
জমতে থাকা ধুলো
কখন যে ঝড় হবে
কেউ জানে না হাওয়ার দাপট
ঘর ভেঙে দেয় কবে।
 
করত যে ঘর দিয়ে
ফাগুন আনাগোনা
আজকে শুধুই পাতা ঝরার
শব্দটা যায় শোনা।
 
হঠাৎ ভাঙা বাঁশি
বাজবে না আর সুরে
কাল ছিল যে বড়ই আপন
আজকে অনেক দূরে।
 
কাগজ-কলম সইয়ে
ভাঙা এবং গড়া,
সত্যি এত সহজ নাকি
মন আলাদা করা?
 
যাওয়া সহজ তবু
থাকা কঠিন আরও
একটু ভেবে তুমিও দেখো
থাকতে যদি পারো।
 
দুটো মানুষ হারে
জেদ শুধু যায় জিতে
কেবল পারে ভালবাসাই
জিতিয়ে তোমায় দিতে।

No comments:

Post a Comment

সে কি তৃপ্ত— ?


Popular Top 10 (Last 7 days)