প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

কর্তব্য | নাসির ওয়াদেন

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নাসির ওয়াদেন
 
কর্তব্য
 

কর্তব্য একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত
সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাপনায়
ব্যবহৃত একটি নিবন্ধ-সূত্র

 
রচনা দীর্ঘতর না-হয়ে উপদেশমূলক হলে
নদী আর গাছের উলম্বরেখা ধরে
স্বর্গের সিঁড়ি আবিষ্কারের উন্মাদনা জাগে
 
দায়িত্ব সেদিনে এসে বুঝিয়েছিল
কোন কোন দিগন্তের সঠিক পরিমাপক
সময়ানুবর্তিতা ও বাস্তবতা
 
শব্দের আরতি দিয়ে জীবনের সৌন্দর্য আঁকতে
আমার ধৈর্য্যের সাঁকোতে চিড় ধরেছে
কর্তব্যের কোলাহলে নির্জনের স্বপ্নদোষ
খুঁজতে গিয়ে একটাও মেরুদন্ড পাইনি।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)