প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

সভ্যতার ভাঙন | নজর উল ইসলাম

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নজর উল ইসলাম
 

সভ্যতার ভাঙন

 
তাজ্জব হয়ে যাই মানুষের বদলে যাওয়া দেখে
কিছুই বুঝি না যেন নির্বিকারে জ্বলছে সজ্জিত জীবন
বিপন্ন এই সভ্যতার মহামিলন নতজানু আজ
খুঁজে বেড়াই গোপনে স্বপ্নঘন বৈরাগ্য
স্বপ্নবন্দি হয় ভগ্ন দোতারায় আমাদের কথালোক
আলো আসে না নির্মম ভাঙনের চূড়ায় ইতিহাস থমকে
পোড়া অন্ধকারে ডুবে প্রেম বৈরাগী মরে ধুলোয়
সাহসী রোদের বিশ্বলোকে আমারই মতন কত ডুবন্ত খোলক
কালপর্বে সন্তাপে মনে মনে হারিয়ে ফেলি মনঘর
যারা আলোকিত গভীরভাবে সফল তারাও অনাবিল বিষাদে 
দ্বিধাগ্রস্থ সমসাময়িক বধিরতায় সব ভুলে যায়
আমরা একটু চোখ দিয়ে যদি দেখি সূর্যাস্তের গুরুত্ব
সমগ্র অগ্নিযুগ নিমেষে নিস্পৃহতায় ডুবে মরি...
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)