প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

আবরণ ও অন্যান্য | শ্রুতি সামন্ত

বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
শ্রুতি সামন্ত
 
আবরণ ও অন্যান্য
 
আবরণ
 

স্বপ্ন ঘিরে থাকে
নিশ্ছিদ্র ঘেরাটোপে
বুকের মাঝে কাঁপন লাগে
কেশে ধরেছে পাক
গভীর খাদে দেখি
স্বপ্নই আবাল্য সহচর।

 
 
রূপ
 
পানকৌড়ির মতো ডুব দিয়েছি
আঁজলা ভরে জল পান,
বাউল বাতাস ভাসিয়ে নিয়েছে
পরবাসী মেঘের মতো,
হৃদয় রূপান্তরের এক জঙ্গম শাখায়
মরে যাবার পিপীলিকা ওড়ে।
ড়ি কাঠের বর্গায় আজন্ম লালনের
চিহ্নতে খুঁজে পাই বেঁচে যাবার রসদ।
 
 
পঞ্চাশ
 
অর্ধশতাব্দীর পরিক্রমণ
পথে, আগুনের মতোই সে
নিঃশেষে পুড়িয়ে দেয় যা কিছু
অস্তিত্বের বিকল্প আছে।
 
 
অতিবাহ
 
এখন বিকেলগুলো ফুরিয়ে যাচ্ছে
এক অদ্ভুত মায়ায়,
এক একটি স্তোত্র-বাক্য
যেমন করে ভাবায়।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)