বাতায়ন/শারদ/গদ্য/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গদ্য
প্রতিমা পাল
মাধবীলতা
"জানো অভিরূপ, মাধবীলতার নিজস্ব শাখাপ্রশাখা, মাটির ভেতর পা রাখার নরম বিছানা এমনকি বেড়ে ওঠার শক্তিও আছে তবুও তারা পরগাছা ছাড়া নিরুপায়, এক্কেবারে নিরুপায়..."
এতকাল আমার কাজল ছাড়া ফ্যাকাশে চোখে শুধু কামিনী ফুলকেই খুঁজে পেয়েছি। সাদা ফ্যাটফ্যাটে- যেন রক্তাল্পতা ডানা ঝাপটাচ্ছে, লুকিয়ে রাখা বড্ড কঠিন। জানো অভিরূপ, যবে থেকে এ চোখ সর্বনাশা কাজল পরতে চেয়েছে, তবে থেকে
আমি কামিনী
ফুলকে হারিয়ে ফেলেছি। সর্বগ্রাসী কাজল এ বুকে মাধবীলতার চারা রোপণ করেছে, জড়িয়ে জড়িয়ে ওঠা যার স্বভাব। মাধবীলতা একা বাঁচতে পারে
না, পরগাছা… আঁকড়ে ধরে উপরে উঠতে
চায়, নিজের রূপ-রস-গন্ধে মাতোয়ারা
করতে চায়। সবটুকু দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকতে চায় - যেমন করে দীঘির
নিপাট জলে চাঁদের আলো খেলে, যেমন করে বসন্ত
কোকিলের কুহুতানের জন্য মরিয়া হয়ে ওঠে,
যেমন
করে ঘন কালো মেঘ বিদ্যুতের ঝলকানির জন্য গর্জে গর্জে ওঠে। জানো অভিরূপ, মাধবীলতার নিজস্ব শাখাপ্রশাখা, মাটির ভেতর পা রাখার নরম বিছানা এমনকি বেড়ে ওঠার শক্তিও
আছে তবুও তারা পরগাছা ছাড়া নিরুপায়,
এক্কেবারে
নিরুপায়...
সমাপ্ত
No comments:
Post a Comment