বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
রত্না দাশগুপ্ত
শারদীয়া
প্রেম, প্রীতি, গীতি
আবেগ আকুতি
আনন্দে হোক একাকার!
প্রচেষ্টা হোক, প্রার্থনা হোক...
উৎসব হোক সবার।
শারদ | কবিতা
রত্না দাশগুপ্ত
শিউলি পরশ
পেয়েছে আবার ঘাস,
দিগন্ত ছুঁয়েছে
স্বচ্ছ নীল আকাশ!
আসছেন "মা"
শারদীয়া সুর
গেয়েছে শরৎ বাতাস।
আবেগ আকুতি
আনন্দে হোক একাকার!
প্রচেষ্টা হোক, প্রার্থনা হোক...
উৎসব হোক সবার।
No comments:
Post a Comment