বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
গভীর
নিঃশ্বাস
ব্যাকরণিক নয় দুরতিক্রম্য, সফলতা ও ব্যর্থতার বাইরে দাঁড়িয়ে অসূর্যম্পশ্যাদের বহুবার
দেখেছি
জটিল পরিপার্শ্বময় এই জীবনে
অহল্যা
দ্রৌপদী
সীতা
মন্দোদরী-দের সাকসেসের বাইরে
যে একক লড়াই তার বোবাকান্না
কোথাও কোনোদিন পৌঁছতে পারবে না
যে জন্ম অবহেলার, যে যাপন নদী ঢেউ
যে চিন্তা এখনো এই একবিংশ শতাব্দিতে কুয়াশাঘেরা
ছায়ামূর্তি প্রায় সেখানে জীবন এক গভীর গোপনীয়তার দীর্ঘনিশ্বাস ছাড়া কিছু নয়...
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
পারমাণবিক মেঘ থেকে
বৃষ্টি ঝরে পড়লে আমি তাকে অনিন্দিতা বলি
সিফন জর্জেটে রথের মেলায়
চকিতে দেখা হয়ে গেলে সেই আমি তাকেই শুচিস্মিতা বলে ডাকি
ব্যক্তি ব্যষ্টি ও সমাজের
ব্যস্ততার বাইরে দাঁড়িয়েও
যে নারী, ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন... গেয়ে ওঠে আমি তাকে
বীরাঙ্গনা বলি, কেন বলি এসব সত্যি আমি নিজেও
জানি না...
সব কিছু জানা হয়ে গেলে কবিতা
হয় না
নারীর সম্পূৰ্ণ রহস্যের জাল
ছিন্ন হয়ে গেলে
সে আর নারী থাকে না
স্বচ্ছ দীঘির স্থির জলে ডুব
দিতে দিতে এখনো প্রশ্ন রয়ে গেল সুস্মিতা নামের অর্থ কী...
জটিল পরিপার্শ্বময় এই জীবনে
অহল্যা
দ্রৌপদী
সীতা
মন্দোদরী-দের সাকসেসের বাইরে
যে একক লড়াই তার বোবাকান্না
কোথাও কোনোদিন পৌঁছতে পারবে না
যে জন্ম অবহেলার, যে যাপন নদী ঢেউ
যে চিন্তা এখনো এই একবিংশ শতাব্দিতে কুয়াশাঘেরা
ছায়ামূর্তি প্রায় সেখানে জীবন এক গভীর গোপনীয়তার দীর্ঘনিশ্বাস ছাড়া কিছু নয়...
No comments:
Post a Comment