বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
দিলীপ কুমার পাত্র
ঢাকির
মেয়ে
জাহির করার নেই তো কিছু
গরীব ঢাকির মেয়ে
দুঃখগুলো মেঘ হয়ে যে
গগন গেছে ছেয়ে।
বাবা গেল বাজাতে ঢাক
গ্রামের থেকে শহর
পুজো আমার কাটবে কেমন
প্রশ্ন অতল গহ্বর!
নতুন পোশাক জোটে না আর
লজ্জাতে মুখ ঢাকি
জুতো জোড়া পাইনি আমি
বাকরুদ্ধ থাকি!
মা যে আমার কাজের মাসি
থাকে না তো ঘরে
ঠাকুর দেখার আবেগেতে
অশ্রু শুধুই ঝরে।
সবাই বলে বাবা আমার
নয় তো খ্যাত ঢাকি
দুগ্গা মাকে এ বছরও
থাকবে দেখা বাকি!
ভাইয়ের বয়স বছর দুয়েক
দেখতে যে হয় তাকে
কষ্টগুলো হিমেল হয়ে
বুকের মাঝে থাকে।
পুজোর সময় ডেঙ্গু জ্বরও
হলো আবার কাকুর
বলতে পার কেমন করে
দেখতে যাব ঠাকুর?
শারদ | ছড়া
দিলীপ কুমার পাত্র
শিউলি ফুলে রং লেগেছে
রং লেগেছে কাশে
ঢাকির ঘরে বছরভর
অভাব ধেয়ে আসে।
গরীব ঢাকির মেয়ে
দুঃখগুলো মেঘ হয়ে যে
গগন গেছে ছেয়ে।
গ্রামের থেকে শহর
পুজো আমার কাটবে কেমন
প্রশ্ন অতল গহ্বর!
লজ্জাতে মুখ ঢাকি
জুতো জোড়া পাইনি আমি
বাকরুদ্ধ থাকি!
থাকে না তো ঘরে
ঠাকুর দেখার আবেগেতে
অশ্রু শুধুই ঝরে।
নয় তো খ্যাত ঢাকি
দুগ্গা মাকে এ বছরও
থাকবে দেখা বাকি!
দেখতে যে হয় তাকে
কষ্টগুলো হিমেল হয়ে
বুকের মাঝে থাকে।
হলো আবার কাকুর
বলতে পার কেমন করে
দেখতে যাব ঠাকুর?
No comments:
Post a Comment