বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মহঃ মহসিন হাবিব
বাজলো
ঘণ্টা
তিল তিল করে বুক বাঁধা
রকমারি প্রচ্ছদ দিয়ে পসরা সাজানো
ঠিক যেমন দুর্গা পূজায়।
পিঁপড়ের মতো দলে দলে
ভিড় করবে
আবার সেই বিকেলে...
এই তো নিয়ম শেষের পর
অপেক্ষা।
শারদ | কবিতা
মহঃ মহসিন হাবিব
উজাড় করা ভালবাসা
এবারের মতো শেষ!
আবার অপেক্ষার দিন গোনা
রকমারি প্রচ্ছদ দিয়ে পসরা সাজানো
ঠিক যেমন দুর্গা পূজায়।
ভিড় করবে
আবার সেই বিকেলে...
No comments:
Post a Comment