বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
অনুপম
বিশ্বাস
শেষ
পত্র
"অনিমেষ চুপচাপ বসে আছে নদীর ধারে, হাতে একখানা চিঠি—নীলার শেষ লেখা। শরৎ এলে কাশফুলের পাশে বসে আমার কথা ভাববে তো?"
শরৎকালের আকাশটা যেন অনিমেষের মনখারাপের আয়না। কাশফুলের নরম সাদা দোল, শিউলি ঝরা সকাল—সবকিছুই
যেন প্রিয় কোনও স্মৃতির মতো ফিরে আসে বারবার। বছরখানেক আগে
শরতের এক দুপুরেই নীলা তাকে ছেড়ে চলে গিয়েছিল — চিরদিনের জন্য।
আজ সেই দিনটা আবার এসেছে।
অনিমেষ চুপচাপ বসে আছে নদীর ধারে, হাতে একখানা
চিঠি—নীলার শেষ লেখা। "শরৎ এলে কাশফুলের
পাশে বসে আমার কথা ভাববে তো?" চোখ ঝাপসা হয়ে আসে।
হাওয়ায় উড়ে যাওয়া শিউলির গন্ধে মিশে যায় স্মৃতির আর্তনাদ।
কাশের মাঝে হঠাৎ যেন নীলার
হাসি দেখতে পায় সে। অনিমেষ চিঠিটা কাশবনের মধ্যে ছুঁড়ে দেয়। শরতের নরম হাওয়ায়
ভেসে যায় শেষ পত্র। স্মৃতি আর বাস্তব মিলেমিশে এক হয়ে যায়।
সমাপ্ত
No comments:
Post a Comment