বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
হাওয়া এসে পর্দা সরিয়েছে আর
আমি
বড় বড় গাছ থেকে তুলে এনেছি আঙুরফল
স্মৃতির বিষয়ে আঙুরফল যত টকই হোক
যতবার ভেবেছি ভুলে যাওয়া পৃথিবী ফিরে এসেছে
আমি খুব ভেবে দেখেছি
সবটাই শব্দের কাটাকুটি নয়
বিমূর্ত নির্মাণও নয় তবু কেন প্রস্ফুটিত যুবতী-ওষ্ঠের
অমৃত পানের উদাহরণ কলমের ডগায় এসে
থমকে যায় আর আমি চুপ করে বসে থাকি
আর কী আশ্চর্য সমস্ত শব্দের মাত্রা ও ছন্দ
নিমেষে হারিয়ে যায়
তবু গলা চিনতে ভুল হওয়ার কথা নয়
হাওয়া এসে পর্দা সরায়
আর অম্নি আমি ছোটবড় গাছ থেকে
তুলে আনি আঙুরফল তখন মধ্যরাতের কবির কবিতায় সাদা পৃষ্ঠায় জ্বলজ্বল করে ওঠে...
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
হাওয়া এসে পর্দা সরায়
বড় বড় গাছ থেকে তুলে এনেছি আঙুরফল
স্মৃতির বিষয়ে আঙুরফল যত টকই হোক
যতবার ভেবেছি ভুলে যাওয়া পৃথিবী ফিরে এসেছে
আমি খুব ভেবে দেখেছি
সবটাই শব্দের কাটাকুটি নয়
বিমূর্ত নির্মাণও নয় তবু কেন প্রস্ফুটিত যুবতী-ওষ্ঠের
অমৃত পানের উদাহরণ কলমের ডগায় এসে
থমকে যায় আর আমি চুপ করে বসে থাকি
আর কী আশ্চর্য সমস্ত শব্দের মাত্রা ও ছন্দ
নিমেষে হারিয়ে যায়
তবু গলা চিনতে ভুল হওয়ার কথা নয়
হাওয়া এসে পর্দা সরায়
আর অম্নি আমি ছোটবড় গাছ থেকে
তুলে আনি আঙুরফল তখন মধ্যরাতের কবির কবিতায় সাদা পৃষ্ঠায় জ্বলজ্বল করে ওঠে...
No comments:
Post a Comment