বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
আশিসরঞ্জন নাথ
মায়া
মাকড়সার জালে যেমন আটকে পড়ে
কীটপতঙ্গ
আমিও তেমন হব তোমার আঁচলের অঙ্গ।
এসো দুজনে সঙ্গোপনে মায়ায় জড়াই
নতুন সূর্যের আলোয় মায়া ছড়াই।
শারদ | কবিতা
আশিসরঞ্জন নাথ
যত কাছে আসো তত বাড়ে মায়া
সমুদ্র সফেনে বিলীন হয়ে যায়
আমার কায়া।
নীল হতে হতে আমি আরও নীল হব
তবু তোমাকে মায়ায় জড়াব।
আমিও তেমন হব তোমার আঁচলের অঙ্গ।
এসো দুজনে সঙ্গোপনে মায়ায় জড়াই
নতুন সূর্যের আলোয় মায়া ছড়াই।
No comments:
Post a Comment