বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নজর উল ইসলাম
মননে রেখেছি তোমায় যতই অনন্তের
বাঁশি হও
সুরের ঘ্রাণে সীমানা ভেঙেছি কল্পনার ফসলে
পবিত্র ইতিহাস বলে যদি কিছু নাই থাকে—
জলজ হৃদয়ে মুহূর্তের নির্যাস তুলি— ততধিক গভীরে
সৃষ্টিশীল রম্যতায় অসামান্য নান্দনিকতার ছাপ
প্রিয় বাস্তবতা ঠুকরে সঙ্গত অনুভূতির আঁশপট
পরাগ তরান্বিত ব্যাকুলতা পোষে জীবন বাঁচনে
ঘনঘোর ততধিক পার্থিব উপমার নিবিড় মগ্নতা
শরীর জ্বলে ওঠে আত্মদহনে—সুলোচনা নারী
দরাজ ভাবাবেগে ফুটন্ত রশ্মি সারা শরীরে...
শারদ | কবিতা
নজর উল ইসলাম
মননে
রেখেছি তোমায়
সুরের ঘ্রাণে সীমানা ভেঙেছি কল্পনার ফসলে
পবিত্র ইতিহাস বলে যদি কিছু নাই থাকে—
জলজ হৃদয়ে মুহূর্তের নির্যাস তুলি— ততধিক গভীরে
সৃষ্টিশীল রম্যতায় অসামান্য নান্দনিকতার ছাপ
প্রিয় বাস্তবতা ঠুকরে সঙ্গত অনুভূতির আঁশপট
পরাগ তরান্বিত ব্যাকুলতা পোষে জীবন বাঁচনে
ঘনঘোর ততধিক পার্থিব উপমার নিবিড় মগ্নতা
শরীর জ্বলে ওঠে আত্মদহনে—সুলোচনা নারী
দরাজ ভাবাবেগে ফুটন্ত রশ্মি সারা শরীরে...
No comments:
Post a Comment