প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Saturday, September 13, 2025

কাশ ফুল ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
সুশান্ত সেন
 
কাশ ফুল ও অন্যান্য
 
কাশ ফুল
 

কাশ ফুল কাশ ফুল
শরতের আকাশেতে দিক ভুল
বাতাসের ছন্দে মন যে আনন্দে
ভরে ওঠে দেয় দোল দেয় দোল
কাশ ফুল।

 
মেতে উঠি জীবনের ছন্দে
আগমনি সুর বাজে রন্ধ্রে
ভরা ক্ষেতে বাতাস বেভুল
কাশ ফুল।
 
 
শরৎ
 
শরৎ এসে গেলে মন উসখুস
মনে টান কখন পাব লেবেঞ্চুস
মা বাবার হাত ধরে ধরে
পা চালিয়ে জোরে জোরে
ঘুরব প্যান্ডেল থেকে প্যান্ডেলে
কলকাতা চষে পৌঁছাব বান্ডেলে।
 
 
শরত এলো
 
শরৎ এলো।
 
হাত থেকে ফসকে পড়ে যায় সোনালি বিকেল গাছের পাতা ভোরের ফুল বেলপাতা তুলসী দূর্বা,
অর্চনা করা হয়নি আজকের নতুন দিনটিকে।
 
মনের মধ্যে প্রতিবাদের শব্দটা ফুসছে।
 
 
দুর্গা পূজা
 
একটা বছর
অনেক দিন
অপেক্ষায়।
শরৎ আকাশ
উচ্ছল দিন
মেঘের ছায়।
পাঁচটা দিন
হোক রঙিন
মনটা চায়।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 10 (Last 7 days)