বাতায়ন/শারদ/সম্পাদকীয়/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | সম্পাদকীয়
উৎসবের অঙ্গীকার
আজ বিশ্ব জোড়া বিপর্যয়ে মানবের অস্তিত্ব টলমল। এবং এ-কথা
নির্মম ভাবে সত্যি যে এ জন্য শুধু আমরাই দায়ী। সময়ের বিবর্তনে পৃথিবী তার সেরা সম্ভার
আমাদের দিয়েছে এবং ঘটনাচক্রে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অথচ আমরা সেই অমূল্য সম্ভার
অপচয় করতে করতে আজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে, তবু আমাদের বিকার নেই! আমরা শ্রেষ্ঠ বলেই
কি এই পরিণাম? আমাদের চেতনা আমাদের এই কথাই বলে!
নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করেছিল
আদিম মানুষ, জমির অধিকারে, নারীর প্রতি অধিকারে। মানবসৃষ্ট গোষ্ঠী,
ধর্ম, জাতি, বিভিন্ন ধর্মগ্রন্থ প্রকারান্তরে তাকেই সমর্থন করেছে, মানবতাকে নয়। পিতৃপক্ষের
অবসানে মাতৃপক্ষের সূচনাও প্রতীকী। নইলে শুধুমাত্র এই একপক্ষকালেই কেন মাতৃবন্দনার
আয়োজন? কেন সারা বছর নয়, কেন সারা জীবন নয়? প্রয়োজন মানবতার জয়গান।
বাস্তবে অসুরকে রক্ষা করতেই আমরা অভ্যস্ত। প্রশাসন হোক
আর যে-কোনো রাজনৈনিক দলই হোক। কিছুই ফারাক হয় না। স্থান-কাল-পাত্রভেদে বদলে যায় শুধু।
আক্ষেপের বিষয় জনসাধারণের সম্মিলিত আবেগও ঝান্ডার হাতেই নিয়ন্ত্রিত। নইলে আরজিকর কুকাণ্ডের
বিচার হয় না! রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হয়তো জল মাপা, জলের বিচারে পা ফেলা।
হলেও প্রতীকী মাতৃপক্ষ, উৎসবের মুহূর্তে মানবজাতির অঙ্গীকার হোক
কারোর প্রেরণায় নয়, মনের তাগিদে মনের সঙ্গে মনের মিলন।
শারদ | সম্পাদকীয়
"নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আদিম মানুষ, জমির অধিকারে, নারীর প্রতি অধিকারে। মানবসৃষ্ট গোষ্ঠী, ধর্ম, জাতি, বিভিন্ন ধর্মগ্রন্থ প্রকারান্তরে তাকেই সমর্থন করেছে, মানবতাকে নয়। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনাও প্রতীকী।"
প্রথমেই বাতায়ন পরিবার, পরিবারের সকল সদস্য— পাঠক, কবি-সাহিত্যিক, শুভানুধ্যায়ীকে জানায় শারদীয় উৎসবের শুভকামনা। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনি নিজে ভাল থাকুন এবং অন্যকেও ভাল থাকতে দিন, শুধু উৎসবেই নয়, সারা বছর, সারা জীবন। আপনি আস্তিক হোন অথবা নাস্তিক, যে-কোনো ধর্ম, জাতির বা সম্প্রদায়েরই মানুষ হোন-না-কেন, এই-ই হোক গোটা জীবনের সাধনা।
অপেক্ষায় ছিলাম। সকল লেখককে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বাতায়ন ই পত্রিকার সর্বান্তকরণে সাফল্য কামনা করি।
ReplyDeleteশুভেচ্ছা নিরন্তর
ReplyDeleteঅনন্য সুন্দর প্রচ্ছদ সাথে সম্পাদকীয় অমূল্য মূল্যায়ন শারদ সংখ্যা প্রকাশিত হতে চলেছে এ বড় আনন্দের বিষয়। সর্বাঙ্গীন সাফল্য কামনায় আমি আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি 🙏
ReplyDeleteআন্তরিক অভিনন্দন 🌹
ReplyDeleteসর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
ReplyDeleteশুভেচ্ছা জানাই সম্পাদক মহাশয় এবং বন্ধুদের। বাতায়ন ই ম্যাগাজিনে অল্প কিছুদিন আসা, এর মধ্যেই একটা পছন্দের সম্পর্ক তৈরি হয়েছে! খুবই সুন্দর বার্তাবহ একটি পত্রিকা। ততোধিক সুন্দর এই সম্পাদকীয়।
ReplyDeleteমনোরম প্রচ্ছদ। এই সময়ের প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক সম্পাদকীয়। বাতায়নের শারদ সংখ্যার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
ReplyDeleteপ্রচ্ছদ ও সম্পাদকীয় অতুলনীয়। ভালোবাসা।❤️
ReplyDeleteপ্রচ্ছদ ও সম্পাদকীয় দুই দারুণ
ReplyDeleteদারুণ প্রচ্ছদ
ReplyDeleteসর্বাঙ্গীন সুন্দর হয়েছে। সম্পাদক মশাইয়ের কঠোর পরিশ্রমের ফসল। আন্তরিক শুভেচ্ছা জানাই 🪁🙏🎉
ReplyDeleteদারুণ লিখেছেন। অভিনন্দন!
ReplyDeleteসবাইকে আন্তরিক ধন্যবাদ ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। ভাল থাকুন।
ReplyDelete