বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
দুর্গাদাস মিদ্যা
বর্ষার কালো কালো মেঘগুলো
হঠাৎ
সরে গেল কার নির্দেশে
আকাশে-বাতাসে রব উঠেছে শরৎ এসেছে।
সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ
ভেসে বেড়ায় আকাশের গায় এই ভাবনায়
মা আসছেন এই পৃথিবীতে।
বর্ষার জলে ধুয়ে গেছে মালিন্য সব
উৎসবের ঢাক বাজবে পাড়ায় পাড়ায়।
দোকানে দোকানে উপচে পড়া মানুষের ভিড়
বুঝিয়ে দেয় মানুষ আনন্দিত খুব মায়ের আগমনে
প্যান্ডেলের ম্যারাপ বাঁধা হচ্ছে উৎসব প্রাঙ্গণে প্রাঙ্গণে
ঢাকিরা বাজাবে ঢাক ঢ্যাং কুড় কুড়
দুঃখ কষ্ট সব যাবে অনেক দূর।
কাশের দোলায় খেলছে হাওয়া আপন মনে
মা আসছেন ঘরে ঘরে আসছেন উৎসব প্রাঙ্গণে।
দুঃখ কষ্ট ভুলে যাচ্ছে সবাই দলে দলে
মাকে দেখবে বলে
বেশিদিন তো নয়
তিনদিন পরে মা কৈলাসে যাবেন চলে।
শারদ | কবিতা
দুর্গাদাস মিদ্যা
এসেছে শরৎ
সরে গেল কার নির্দেশে
আকাশে-বাতাসে রব উঠেছে শরৎ এসেছে।
সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ
ভেসে বেড়ায় আকাশের গায় এই ভাবনায়
মা আসছেন এই পৃথিবীতে।
বর্ষার জলে ধুয়ে গেছে মালিন্য সব
উৎসবের ঢাক বাজবে পাড়ায় পাড়ায়।
দোকানে দোকানে উপচে পড়া মানুষের ভিড়
বুঝিয়ে দেয় মানুষ আনন্দিত খুব মায়ের আগমনে
প্যান্ডেলের ম্যারাপ বাঁধা হচ্ছে উৎসব প্রাঙ্গণে প্রাঙ্গণে
ঢাকিরা বাজাবে ঢাক ঢ্যাং কুড় কুড়
দুঃখ কষ্ট সব যাবে অনেক দূর।
কাশের দোলায় খেলছে হাওয়া আপন মনে
মা আসছেন ঘরে ঘরে আসছেন উৎসব প্রাঙ্গণে।
দুঃখ কষ্ট ভুলে যাচ্ছে সবাই দলে দলে
মাকে দেখবে বলে
বেশিদিন তো নয়
তিনদিন পরে মা কৈলাসে যাবেন চলে।
No comments:
Post a Comment