প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদ | উৎসবের অঙ্গীকার

  বাতায়ন/শারদ/ সম্পাদকীয় /৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন , ১৪৩২ শারদ | সম্পাদকীয়   উৎসবের অঙ্গীকার "নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্...

Monday, September 15, 2025

তর্পণ | দেবকুমার মুখোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
 
তর্পণ
 

ভাবতে ভাল লাগে
পূর্বপুরুষ ও পূর্বনারীরা
আজ মর্ত্যে নেমে এসেছেন
আমাদের কাছ থেকে
সতিল গঙ্গাজল নেবেন বলে,
এ ছাড়া আর কীবা দেবার আছে
আমাদের প্রণাম, শ্রদ্ধা, ভক্তি ছাড়া।

 
জ্ঞাত কিংবা অজ্ঞাত
সকল বিগত প্রাণকেই
আমাদের এই নিবেদন,
তাঁরা তৃপ্ত হোন।
 

No comments:

Post a Comment

'ও মন তরে কে-বা পার করে...'


Popular Top 9 (Last 30 days)