বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
তর্পণ
জ্ঞাত কিংবা অজ্ঞাত
সকল বিগত প্রাণকেই
আমাদের এই নিবেদন,
তাঁরা তৃপ্ত হোন।
শারদ | কবিতা
দেবকুমার মুখোপাধ্যায়
ভাবতে ভাল লাগে
পূর্বপুরুষ ও পূর্বনারীরা
আজ মর্ত্যে নেমে এসেছেন
আমাদের কাছ থেকে
সতিল গঙ্গাজল নেবেন বলে,
আমাদের প্রণাম, শ্রদ্ধা, ভক্তি ছাড়া।
সকল বিগত প্রাণকেই
আমাদের এই নিবেদন,
No comments:
Post a Comment