বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
উৎপলেন্দু পাল
প্রশ্ন
সময়ের স্রোতে ভেসে যাওয়া
কিছু উচ্ছিষ্ট উড়ো খই
যদি উলটো সাঁতার দিতে চায়?
বেঁকে যাওয়া অথর্ব মেরুদণ্ড
অলৌকিক কোনো মন্ত্রবলে
যদি আবারও সোজা হয়ে যায়?
তোমার পা-চাটা কুকুরের
দল
আনুগত্যের মুখোশ খুলে
তোমায় পায়ে কামড়ে দিতে চায়?
তবে তুমি গিয়ে দাঁড়াবে কোথায়?
শারদ | কবিতা
উৎপলেন্দু পাল
ময়লা কাগজে লিখে রাখা
কিছু অপাংক্তেয় নাম
যদি মুখ খোলে কোনোদিন?
কিছু উচ্ছিষ্ট উড়ো খই
যদি উলটো সাঁতার দিতে চায়?
অলৌকিক কোনো মন্ত্রবলে
যদি আবারও সোজা হয়ে যায়?
আনুগত্যের মুখোশ খুলে
তোমায় পায়ে কামড়ে দিতে চায়?
No comments:
Post a Comment