বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
কবিতা সামন্ত
ইচ্ছে
নদীর খোঁজে
গল্প করে উড়াল ভরে
দাপিয়ে বেড়ায় তুফান ঝড়ে শত
আকাশ ফুঁড়ে মাথা তুলে
পাড়ি দেবে দূরে কোথাও অচিন পাখির মতো।
আগুন পাখির স্বপ্ন বুনে
ফিনিক্সেরই কাব্য লেখা ইতিহাসের পাতায়
বলতে পার তোমারা সবাই
এমন নদীর খোঁজটা পাব কোথায়!
ইচ্ছে নদীর বান ডাকেতে
ভাসিয়ে দেব দেদার তরিখানা
পুরুষতন্ত্রের বন্দি গৃহ
সেই তরিতে পুরুষ জাতির চড়া থাকবে মানা।
ফ্যাসিবাদের গল্প যেথা
কখ্খনও বলার থাকবে মানা
এমন নদীর কথা কোথাও
বল আছে কি কারো শোনা?
ইচ্ছে নদীর মাঝিই-বা কে
কোন দেশেই-বা তার বাড়ি
ইচ্ছেগুলো ছটফটিয়ে মরার আগে
চল দিই সেখানে পাড়ি।
শারদ | কবিতা
কবিতা সামন্ত
মাঝে মাঝে ইচ্ছে করে
ছুট্টে যাই সেই নদীটার কাছে
যে নদীতে ইচ্ছেগুলো
ইচ্ছে মতো মাভৈঃ নাচন নাচে।
দাপিয়ে বেড়ায় তুফান ঝড়ে শত
আকাশ ফুঁড়ে মাথা তুলে
পাড়ি দেবে দূরে কোথাও অচিন পাখির মতো।
ফিনিক্সেরই কাব্য লেখা ইতিহাসের পাতায়
বলতে পার তোমারা সবাই
এমন নদীর খোঁজটা পাব কোথায়!
ভাসিয়ে দেব দেদার তরিখানা
পুরুষতন্ত্রের বন্দি গৃহ
সেই তরিতে পুরুষ জাতির চড়া থাকবে মানা।
কখ্খনও বলার থাকবে মানা
এমন নদীর কথা কোথাও
বল আছে কি কারো শোনা?
কোন দেশেই-বা তার বাড়ি
ইচ্ছেগুলো ছটফটিয়ে মরার আগে
চল দিই সেখানে পাড়ি।
No comments:
Post a Comment