বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নজর উল ইসলাম
কী আশ্চর্য তৃষ্ণার খোরাকি
টানে ঘনমায়া জড়িয়ে
যেভাবে গাছ তার প্রশাখায় স্বাভাবিক বর্ণচ্ছটায়—
নীলকণ্ঠ পাখি বুঝেছে আর বোঝনি তুমি প্রতীক্ষার আড়াল
নির্ভরতার আকুল বাস্তবতায় কত মন-সংরাগ
ঠাসা বুনোটে হাসে হৃদয়-মন্দির আলতো নির্ভার
অদ্ভুত লাগে, বিষাদে-বিমর্ষ শূন্যে থেকে গেছি একা
রাত্রি জাগরণের কাহিনি আবহমান দ্যুতিময় নামতা
ঘোর সন্ন্যাস আমার, তোমাকে গল্পে ছন্দে ভাবায়
শিকড়ে যে সংসার পাতা আছে বিভোর পৃথিবীর
তাও খুচরো শব্দের মতো ভেসে যায় ছিন্ন কাগজফুলে
অন্তর্মুখীনতা সার অপেক্ষার আকাঙ্ক্ষা চরাচর জুড়ে
যোজনার নীল জলে রংয়ের যে কথামালা গ্রোথিত
আজ আলোর চারিপাশে ভাসছে স্মৃতিরেখা বরাবর...
শারদ | কবিতা
নজর উল ইসলাম
কী আশ্চর্য
যেভাবে গাছ তার প্রশাখায় স্বাভাবিক বর্ণচ্ছটায়—
নীলকণ্ঠ পাখি বুঝেছে আর বোঝনি তুমি প্রতীক্ষার আড়াল
নির্ভরতার আকুল বাস্তবতায় কত মন-সংরাগ
ঠাসা বুনোটে হাসে হৃদয়-মন্দির আলতো নির্ভার
অদ্ভুত লাগে, বিষাদে-বিমর্ষ শূন্যে থেকে গেছি একা
রাত্রি জাগরণের কাহিনি আবহমান দ্যুতিময় নামতা
ঘোর সন্ন্যাস আমার, তোমাকে গল্পে ছন্দে ভাবায়
শিকড়ে যে সংসার পাতা আছে বিভোর পৃথিবীর
তাও খুচরো শব্দের মতো ভেসে যায় ছিন্ন কাগজফুলে
অন্তর্মুখীনতা সার অপেক্ষার আকাঙ্ক্ষা চরাচর জুড়ে
যোজনার নীল জলে রংয়ের যে কথামালা গ্রোথিত
আজ আলোর চারিপাশে ভাসছে স্মৃতিরেখা বরাবর...
No comments:
Post a Comment