বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
প্রার্থনা
উৎসব আসে আগের মতোই ফিরে
সেজে ওঠে গোটা শহর আগের মতো,
মনের আকাশে তবু মেঘ থাকে ঘিরে
অভিমান বুকে জমেছে না জানি কত।
আলো-রোশনাই টানে না তেমন করে
সবকিছু আছে, কিছু নেই তাও যেন,
মণ্ডপ সাজে, ঢাকে কাঠি আজও পড়ে,
ভিড়ের মধ্যে
তবু একা লাগে কেন।
এই তো সেদিন জীবন রঙিন ছিল
মনে ছিল খুশি, সহজ ছিলাম আমি,
হঠাৎ সে রং কোথায়
হারিয়ে গেল—
'ভাল থাকা' আজ হয়ে গেছে বড় দামি।
চেনা পৃথিবীটা বদলে গিয়েছে
জানি,
কিছুই আবার হবে না আগের মতো,
তবু মা'কে বলি, দেখে মা'র মুখখানি—
"সারিয়ে দিও মা সবার মনের ক্ষত।"
শারদ | কবিতা
সুদেষ্ণা ভট্টাচার্য চৌধুরী
ফের পুজো আসে, জ্বলে ওঠে কত আলো,
খুঁজব কোথায় সেদিনের মুগ্ধতা?
সেজে ওঠে গোটা শহর আগের মতো,
অভিমান বুকে জমেছে না জানি কত।
সবকিছু আছে, কিছু নেই তাও যেন,
মনে ছিল খুশি, সহজ ছিলাম আমি,
'ভাল থাকা' আজ হয়ে গেছে বড় দামি।
"সারিয়ে দিও মা সবার মনের ক্ষত।"
ভালো লাগলো, ধন্যবাদ জানাই 🌿
ReplyDeleteধন্যবাদ 🙂
Delete