বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মণিপদ্ম দত্ত
ঘন পিপাসায় পুড়েছে যখনই
ছাতি
বাওবাব তুমি দাঁড়িয়েছ সম্মুখে
ক্লান্ত বিকেল ব্যাপারীরা জল বেচে
জল সিঞ্চন সে কি স্রেফ খয়রাতি!
ব্যাপারী জানে না তোমার বক্ষপুটে
প্রাণ হয়ে বাঁচে পাতালের ভৈরবী
তুমি বাওবাব তুমি সিঞ্চনকারী
তোমাকে কি বোঝে জলের ব্যাবসাদারি!
মুছে যাবে ওরা যারা প্রাণবায়ু খায়
একদিন ঠিকই নিজস্ব তৃষ্ণায়।
এই যে আকাশ হলুদ পর্ণমোচী
এই যে ক্ষারক চুণ লবণের খাদ
এর পাশে তুমি দণ্ডায়মানা শুচি
ধ্যনমগ্নতা নিয়েছ যন্ত্রণায়।
তুমি বাওবাব বিশ্বগোচর থাকো
সব অশ্রুকে আয়নায় ধরে রাখো।
শারদ | কবিতা
মণিপদ্ম দত্ত
তুমি, বাওবাব
বাওবাব তুমি দাঁড়িয়েছ সম্মুখে
ক্লান্ত বিকেল ব্যাপারীরা জল বেচে
জল সিঞ্চন সে কি স্রেফ খয়রাতি!
ব্যাপারী জানে না তোমার বক্ষপুটে
প্রাণ হয়ে বাঁচে পাতালের ভৈরবী
তুমি বাওবাব তুমি সিঞ্চনকারী
তোমাকে কি বোঝে জলের ব্যাবসাদারি!
মুছে যাবে ওরা যারা প্রাণবায়ু খায়
একদিন ঠিকই নিজস্ব তৃষ্ণায়।
এই যে আকাশ হলুদ পর্ণমোচী
এই যে ক্ষারক চুণ লবণের খাদ
এর পাশে তুমি দণ্ডায়মানা শুচি
ধ্যনমগ্নতা নিয়েছ যন্ত্রণায়।
তুমি বাওবাব বিশ্বগোচর থাকো
সব অশ্রুকে আয়নায় ধরে রাখো।
সুন্দর হয়েছে, ধন্যবাদ 🌿
ReplyDelete