বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
অর্পিতা দাস
সততা
"না বাবু, যেইটা ভাড়া সেইটাই দ্যান। নাইলে পরে লোভ বাইরে যায়।"
শেষমেষ প্রশ্নটা করেই ফেলে
কুঞ্জ,
-আপনি তো টোটোতে উঠলেই অনেক আগে পৌঁছাইতেন...
মুচকি হেসে শেখরবাবু,
-হ্যাঁ, তাতে যে আমার চেনা
শহরটাকে কাছ থেকে দেখার সুযোগ পেতাম না।
কুঞ্জ শেখরবাবুর কথার
বিন্দুবিসর্গ বুঝতে পারে না। গোলবাগানের কাছে এসে রিকশাটা থামিয়ে
দেয়। শেখরবাবু একশো টাকা বের করে দিলে কুঞ্জ মাথা নীচু করে,
-বাবু খুচরা নাই।
শেখরবাবু কুঞ্জর কাঁধে হাত
রেখে,
-পুরোটাই দিলাম।
কুঞ্জ সবেগে মাথা নেড়ে,
-না বাবু, যেইটা ভাড়া সেইটাই
দ্যান। নাইলে পরে লোভ বাইরে যায়।
শেখরবাবু আনন্দিত হয়ে,
-বাহ্, একেবারে জগতের খাঁটি
কথাখানাই বলে দিলি।
কুঞ্জ ভাড়া নিয়ে আপন বেগে
ছুটে চলে। শেখরবাবু হারিয়ে যায় কুঞ্জের বেগে...
সমাপ্ত
No comments:
Post a Comment