বাতায়ন/নৃপেন
চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী
সংখ্যা |
কবিতা
নজর উল
ইসলাম
নীল
ঝরনার খোঁজে
নীল ঝরনার খোঁজে যে
রাত পাই
সময় সংহার থেকে আরও দূরের ওই অনন্তের
মনন নির্ভর জীবন পড়ে ফেলি
সমগ্র আলো পৃথিবী নির্মিত হৃদয় পাখির ঘর
নাইবা পেলাম আগুনের সংসার
নির্ঘুম রাতপাখিরা যে কবিতা রচনা করে
সব অলৌকিক শিরাসন্ধির পাতা বিছানায় দেখি
মনকামিনীর ঘ্রাণ যৌবনবতী শিহরিত শিহরণ
সব গহনের শামুকেরা জানে বিভোর রমণ গন্ধ
অভিমানে পুড়ে পুড়ে যে কঙ্কালসার মরা অন্ধকার
ক্ষতবিক্ষত বিস্মৃত পৃষ্ঠার মত শুকনো অস্থিরতা
বেবাক ইশারা তবু জানতে চায়, আমি তাও ভুলে গেছি
জটিল নকশা দেখে, পরম শ্রদ্ধায় নিহিত একাত্মা
যা মননীড় ভেবে অলিন্দে মেখেছিলাম অনুপুঙ্খ বিস্তার
গ্রহণক্ষমতার চেয়েও ওতপ্রোত বিশ্বস্ততায়
অমূল্য সহজ সত্যের কাছে বুঝেছি সব রং আপন হয় না
হয় না মন সুগন্ধে মাতোয়ারা অযোগ্য বিহঙ্গ-পাখায়
অবয়বে বুঝি নিরাসক্ত রসগ্রহণের যত আড়াল খেলা...
সময় সংহার থেকে আরও দূরের ওই অনন্তের
মনন নির্ভর জীবন পড়ে ফেলি
সমগ্র আলো পৃথিবী নির্মিত হৃদয় পাখির ঘর
নাইবা পেলাম আগুনের সংসার
নির্ঘুম রাতপাখিরা যে কবিতা রচনা করে
সব অলৌকিক শিরাসন্ধির পাতা বিছানায় দেখি
মনকামিনীর ঘ্রাণ যৌবনবতী শিহরিত শিহরণ
সব গহনের শামুকেরা জানে বিভোর রমণ গন্ধ
অভিমানে পুড়ে পুড়ে যে কঙ্কালসার মরা অন্ধকার
ক্ষতবিক্ষত বিস্মৃত পৃষ্ঠার মত শুকনো অস্থিরতা
বেবাক ইশারা তবু জানতে চায়, আমি তাও ভুলে গেছি
জটিল নকশা দেখে, পরম শ্রদ্ধায় নিহিত একাত্মা
যা মননীড় ভেবে অলিন্দে মেখেছিলাম অনুপুঙ্খ বিস্তার
গ্রহণক্ষমতার চেয়েও ওতপ্রোত বিশ্বস্ততায়
অমূল্য সহজ সত্যের কাছে বুঝেছি সব রং আপন হয় না
হয় না মন সুগন্ধে মাতোয়ারা অযোগ্য বিহঙ্গ-পাখায়
অবয়বে বুঝি নিরাসক্ত রসগ্রহণের যত আড়াল খেলা...

No comments:
Post a Comment