প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Tuesday, December 23, 2025

প্রিয় বাংলাদেশ | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
 
প্রিয় বাংলাদেশ
 
একটা দেশ আমাদের পূর্বপুরুষের ফেলা আসা জন্মভূমির দেশ
সেখানে আজও খুঁজি
পলিমাটি, শিকড়ের ঘ্রাণ, আত্মীয়তার মায়াটান;
 
একটা দেশ আমাদের মাতৃভাষার দেশ
হৃদয়ের বাতিঘরে এখনও জেগে আছে
অ আ ক খ বাংলা ভাষা
একুশের জয় গান;
 
একটা দেশ আজ শুধুই মৃত্যু উপত্যকা
হিংসার উল্লাসে উন্মত্ত ভাইয়ের রক্তস্নান
ধর্মের গোঁড়ামি আর দাঙ্গার আগুনে
পুড়ে যেও-না বাংলাদেশ;
 
তোমার দুঃখে দু'চোখে ঝরে পড়া অশ্রুতে
নীরব কান্নার গানে
নিরন্তর আমাদেরও হৃদয় পোড়ে
প্ৰিয় বাংলাদেশ
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)