বাতায়ন/নবান্ন/রম্যরচনা/৩য়
বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | রম্যরচনা
প্রদীপ
কুমার দে
রসের
জুটি
ধারাবাহিক
রম্য— দশ
"আমার ভুল হচ্ছিল। আদর ভুল ধরিয়ে দিল। আমি ব্যবসা বাড়িয়ে তুলব এবার। শাশুড়ি বউমাকে জড়িয়ে ধরল আনন্দে। হঠাৎই হ্যাবলা আদরকে টান মেরে ভিতরের ঘরে দৌড় দিল"
চাকদার হ্যাবলার শ্বশুরবাড়ি
আত্মীয় সমাগমে ভরে গেছে। আদরের শাশুড়ি মা আর ছেলে হ্যাবলা এসেছে। তার আগেই এসে
গেছে মাসি তার বোনপো ক্যাবলাকে নিয়েই। আদরের জন্যে অপেক্ষা করছে সবাই। আদর ফিরলেই
সকলে খুশি হবে। আদর যে বড় মিষ্টি মেয়ে আবার বউ। আদর ফিরে আসে। সঙ্গে পাশের পাড়ার
একটি পরিবার, বাপ-মা আর তাদের
এক অপরূপ সুন্দরী কন্যা। সবাইকে অবাক করে দিয়ে আদর জানায়,
-আমার বন্ধু প্রীতি। আর এনারা ওর বাবা-মা গুরুজন। ক্যাবলার
জন্যে আমি আমার বন্ধুর বিবাহের কথা ওর বাবা-মাকে বলি। ওরা
রাজি হয়।
ক্যাবলা অবাক হয়। কী সুন্দর
দেখতে! বাকি সকলেই বিষ্মযের ঘোর কাটিয়ে উঠতে সময় নেয়।
ব্যাপারটা কী হল? ক্যাবলা বিয়ে করবে? রোজগার নেই, চালচুলো নেই, সে কিনা বউদির কাছে
মজার ছলে কী বলল, আর বউ আদরও তার এককথায় সুন্দরী মেয়ে খুঁজে নিয়ে এল? মেয়ের বাপ-মাই বাপ কী করে রাজি হল কে জানে? সকলে যখন অবাক চোখে
চেয়ে আছে তখন আদর জানাল,
-চিন্তার কিছু নেই। মেয়ের বাবাই সব বুঝিয়ে বলবেন। কাকু
তুমি একটু এদের বুঝিয়ে দাও...
মেয়ের বাবা সকলকে নমস্কার
জানিয়ে নিল। তারপর শুরু করে দিল,
-আমার মেয়ে
প্রীতির বন্ধু আদর। ও খুবই ভাল মেয়ে ভাল ঘরে বিয়ে হয়েছে শুনে আমরাই ওকে চাপ
দিয়েছিলাম মেয়েটার একটা ভাল পাত্রের জন্য। তো তখন ওর দেবরের
কথা জানায়। এও জানায় সে পাশ করেছে বটে কিন্তু এখনো চাকরি পায়নি। আমি এরকম একটা ভাল
উপযুক্ত পাত্রই খুঁজছিলাম যে নাকি আমার গার্মেন্টস কোম্পানির হাল ধরবে। বড় ব্যবসা।
কোন অসুবিধা হবে না। এবার আপনারা পাত্রপক্ষ যদি মত দেন...
একেবারে আকাশের চাঁদ যেন ঘরে
ঢুকে পড়েছে। সবাইয়েই মুখ হাসিতে ভরে গেল। ক্যাবলার মা মেয়ের মাকে জড়িয়ে ধরল আমার বউমা ঠিক করেছে
আর আমি রাজি হব না। আমরা সবাই খুশি এবং রাজি। ব্যস বিয়ে পাকা হয়ে গেল।
ক্যাবলা বড় বড় চোখে প্রীতিকে আর প্রীতিও লুকিয়ে ক্যাবলাকে দেখে মুচকি হাসি হেসে
নিল। যার মানে সবাই জেনে গেল। হ্যাবলা স্বীকার করে নিল,
-আমার ভুল হচ্ছিল। আদর ভুল ধরিয়ে দিল। আমি ব্যবসা বাড়িয়ে
তুলব এবার। শাশুড়ি বউমাকে জড়িয়ে ধরল আনন্দে। হঠাৎই হ্যাবলা আদরকে টান মেরে ভিতরের
ঘরে দৌড় দিল,
-আগে এসো কথা আছে।
আদর অবাক,
-আবার সেই শুরু করলে তো, সেই আগের মতো?
হ্যাবলা কান ধরে নিল,
-কিন্তু আমি যে ভাইয়ের কাছে ঠকে গেলাম।
আদর হেসে ফেলল,
-আর আমাকে যে পেলে?
-তা বটে, বড় পাওয়া! আমায় কিছু
দাও।
-তাহলে আমায় জড়িয়ে ধরে আদর করো আমি না তোমার বউ আদর!
~~০০~~

শেষ পর্বে সকলকে জানাই আমার সাধ্যমত যথাসাধ্য চেষ্টা করেছি মজার ছলে হাস্যরস পরিবেশন করে যেতে, পাঠক তার মতামত জানালে বাধিত হব 🙏
ReplyDelete