বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
জয়িতা বসাক
হেমন্তের
চিঠি— ৫
দুহাতে হেমন্ত জড়িয়ে
অপেক্ষায় আছি,
তুমি একবার পলক ফেললেই—
মরা নদী খোলস ফেলে জেগে উঠত,
প্রজাপতির খসে পড়া ডানায়
লাগত রং...
আমার যত অসমাপ্ত অনুর্বর গল্পগুলি
বীজের মতো অকাতরে ছড়িয়ে দিতাম—
তোমার দুই ফসলী জমির ঠিক মাঝখানে,
নরম উপত্যকা ভরে উঠত নবান্নের
সুবাসে...
নবান্ন | কবিতা
জয়িতা বসাক
মরা নদী খোলস ফেলে জেগে উঠত,
আমার যত অসমাপ্ত অনুর্বর গল্পগুলি
বীজের মতো অকাতরে ছড়িয়ে দিতাম—
তোমার দুই ফসলী জমির ঠিক মাঝখানে,

No comments:
Post a Comment