নবান্ন
| কবিতাগুচ্ছ | সমর সেন | বিস্মৃতি
কবি-পরিচিতি-সহ
কবিতাগুচ্ছ
সমর সেন
বিস্মৃতি
কবি-পরিচিতি-সহ
কবিতাগুচ্ছ
সমর সেন
"সমর সেন ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় কবি, সাংবাদিক ও সম্পাদক, যিনি তাঁর নাগরিক জীবন ও মধ্যবিত্তের টানাপোড়েন নিয়ে লেখা কবিতার জন্য বিখ্যাত"
ভুলে
যাওয়া গন্ধের মতো
কখনো তোমাকে মনে পড়ে।
হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস।
আর মেঘের কঠিন রেখায়
আকাশের দীর্ঘশ্বাস লাগে।
হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ'লো,
তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো,
বৃষ্টির আগে শব্দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ধতা আসে।
সংক্ষিপ্ত কবি-পরিচিতি
সমর সেন
সমর সেন (১৯১৬-১৯৮৭) ছিলেন
একজন প্রখ্যাত ভারতীয় কবি, সাংবাদিক ও সম্পাদক,
যিনি
তাঁর নাগরিক জীবন ও মধ্যবিত্তের টানাপোড়েন নিয়ে লেখা কবিতার জন্য বিখ্যাত, 'কয়েকটি কবিতা' ও 'বন্দীর বন্দনা'-এর মতো কাব্যগ্রন্থের
রচয়িতা; তিনি প্রখ্যাত গবেষক দীনেশচন্দ্র সেনের পৌত্র এবং বিশ্বভারতী
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ সেনের পুত্র, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং 'ক,খ', 'ফ্রন্টলাইন' ইত্যাদি পত্রিকার
সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন, 'নাগরিক কবি' হিসেবে পরিচিত।
[সংগৃহীত]
কখনো তোমাকে মনে পড়ে।
হাওয়ার ঝলকে কখনো আসে কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস।
আর মেঘের কঠিন রেখায়
আকাশের দীর্ঘশ্বাস লাগে।
হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ'লো,
তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো,
বৃষ্টির আগে শব্দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ধতা আসে।
সমর সেন

No comments:
Post a Comment