প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

নবান্ন ও অন্যান্য | সুশান্ত সেন

বাতায়ন/নবান্ন/কবিতাণু/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতাণু
সুশান্ত সেন
 
নবান্ন ও অন্যান্য
 
নবান্ন— ১
 
বাংলার মাটি জুড়ে নবান্ন উৎসব
হেমন্তের দান
অগ্রানের মৃদু শীতে জাগাইয়া দেয় নব প্রাণ।
নতুন ফসল ঘিরে উৎসবের শেষে
নবীন প্রাণের সুর মেসে।
সে আনন্দ ছড়াইয়া যায় গ্রাম থেকে গ্রামে
হেমন্তের স্বাস এসে থামে।
 
 
লবান
 
নবান্ন চলিতে লবান।
কেটে নাও আধপাকা ধান
নতুন ধানের চাল
সেই চালে ভাতে ওঠে এক নব ঘ্রাণ
ব্যঞ্জনের সাথে তার অর্পণ মহান।
পরমান্ন নতুন চালেতে
মন যায় মেতে।
 
 
নবান্ন— ২
 
নতুন ধানের গন্ধ এসে 
হাওয়ায় হাওয়ায় মিশে নবান্ন হয় শুরু
চাষি-বউ মাতন চোখে
তাকায় দুরুদুরু
মুড়কি ধানের খই
ঘ্রাণে বাতাস ভরিয়ে দেবে
আনন্দে মাতব'
 
 
নবান্ন উৎসব
 
হেমন্তের শেষ       শীত দেয় ডাক
মাঠে মাঠে ধান      পেকেছে বেবাক
বাতাস মেতেছে     নতুনের ডাকে
পিঠে পুলি গড়ে     রাখা থাকে থাকে।
মা ঠাকুমা ডাকে    গুড়ের পায়েস
এক্ষুনি না খেলে    হয়ে যাবে শেষ।
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)