প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ

  বাতায়ন/নবান্ন/ সম্পাদকীয় /৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ ,   ১৪৩২ নবান্ন | সম্পাদকীয়   আমরা ভাল, ওরা খারাপ "স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ...

Thursday, January 1, 2026

নবান্ন | বিধাত্রী চট্টোপাধ্যায়

বাতায়ন/নবান্ন/কবিতা/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | কবিতা
বিধাত্রী চট্টোপাধ্যায়
 
নবান্ন
 
নবান্ন মানে পায়েস-পিঠে— মনে কি আছে তোর?
চালের গুঁড়ো, নলেন গুড়— ব্যাপক সে তোড়জোড়।
থাকত সেদিন স্কুলের ছুটি, আজও মনে আছে;
রান্নাঘরে ভাই-বোনেরা দাঁড়িয়ে মায়ের কাছে।
 
চোখে-মুখে উৎসাহ আর প্রাণের মাঝে ঢেউ—
সেদিন শুধু পায়েস-পিঠে, ভাত খাব না কেউ।
আসত দিদি-জামাইবাবু বিশেষ নিমন্ত্রণে;
আজকে যে এই নবান্নতে পড়ছে সবই মনে।
 
দিগন্তময় সোনার ফসল, গোলা ভরা ধানে;
গানের সুর ভাসত সেদিন প্রাণের অঘ্রায়ণে।
পাড়ায়-পাড়ায় উৎসবেতে হেমন্ত দিনগুলোয়—
আল্পনা দেয় শীতকুয়াশা খুশির বুকে ধুলোয়।
 
নবান্ন আজ শহুরে মেলা, হারিয়ে যাওয়া তারা;
শিকড়-ছেঁড়া যন্ত্রণাতে নিখোঁজ কৃষক পাড়া।
লক্ষ্মী এখন লড়াই করে বেঁচে থাকার জেদে—
তার কাছেতে নবান্ন আজ একটা রুটির খিদে।
 

No comments:

Post a Comment

২০২৬-এর নতুন সূর্য


Popular Top 10 (Last 7 days)