বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
তৈমুর খান
এই
শেষ কথা
ধর্মেরা মৃত সব পূতিগন্ধময়
যে ধর্ম কখনও মানবিকতার নয়—
আমার সহিষ্ণুতা, আমার ঔদার্য, প্রেম
আমার সমস্ত হাতিয়ার
শুধু মানুষকে বাঁচাবার—
কেন তবে আগুন? আগুন?
কেন তবে নিষ্ঠুর নিষ্ঠুর খেলা?
সে ধর্মে আমার তবে কী
প্রয়োজন?
মানুষের মর্মের কাছে যেতে চাই
মানুষের মাঝে ঈশ্বর খুঁজে পাই
মানুষ, মানুষই আমার গ্রন্থ—
মানুষের কাছে রাখি একটি হৃদয়
ভালবাসা হোক, ভালবাসা হোক
এই বেঁচে থাকা শুধু ভালবাসার…
কালো কাল | কবিতা
তৈমুর খান
যে ধর্ম কখনও মানবিকতার নয়—
আমার সমস্ত হাতিয়ার
শুধু মানুষকে বাঁচাবার—
মানুষের মাঝে ঈশ্বর খুঁজে পাই
মানুষ, মানুষই আমার গ্রন্থ—
ভালবাসা হোক, ভালবাসা হোক
এই বেঁচে থাকা শুধু ভালবাসার…

No comments:
Post a Comment